কবিতাগুচ্ছ | সুদীপ রাহা | আঙ্গিক পত্রিকা

১)
ফুলের মতো fool ভাববো?
নাকি নিজের ভুল ভাঙবো!  

বিশ্বাসে বস্তুই মেলে,
মানুষ বহুদূর।

মিথ্যে এসে মিথ গড়ে যায়,
সত্যি ভাঙে ভুল—

জীবন  যেন চুন খসানো দেওয়ালের ইস্কুল।


২)
উদাসীন মানুষকে মনে হয় খুনের শিল্পী।

তার হাতে রক্তের দাগ লাগে না,
অথচ সে হাত পাতলেই মনে হয়
প্রজাপতি ফেলে রেখে গেছে ডানা—
যে ডানা পিঠে নিয়ে  উড়ে যেতে গিয়ে
মুখ থুবড়ে পড়েছি রাস্তায়।

তারপর, অপমান পিষে দিয়ে চলে গেলে দেখেছি 
—নীরবতা ছাড়া আমার আর কোনও চিহ্ন নেই।

মন্তব্যসমূহ

Raja বলেছেন…
কথা নীরবতা ছুঁয়ে যায় ...

জনপ্রিয় লেখা