অনিমিখ পাত্র’র দুটি কবিতা | আঙ্গিক
জীবনবই
নিজেরই পঙক্তিতে গিয়ে বসি
এবং মার্জনা করি
অকারণ হইচইগুল্ম, আবেগের হতচ্ছায়া, পৌরাণিক স্মৃতির ঘটনা
যেন এ জীবনগ্রন্থ হয় খুব ছিমছাম, পরিখানির্ভর
পুরনো পোকারা এসে একটি পাতাও যেন কাটতে পারে না
নিজেরই বৃক্ষত্বকে বসি
এবং ঠুকরে আনি
নিজেরই রোপণ করা ধাঁধা ও পতঙ্গবিষ, ছিন্নপত্রাবলী
যেন এ জীবনবই শেষমেশ হয় থরোথরো
নিজেরই বিরুদ্ধে করা নির্বাচিত ক্রাইমকাহিনি
আমার সময়
মাটি পৃথিবীর থেকে দূরে চলে যায় চিন্তা কতো দূর, তাকে
অভিকর্ষ দিয়ে টেনে আনি।
অযুতবর্ষ পরে আমাদের ছোট নদী ধোঁয়া হয়ে ওঠে।
দু'হাত ভর্তি করে যে জীবন নষ্ট করেছি তার কররেখা মনে পড়ে খুব।
কতো যে রকমে ফোটে ভুল বুঝবার ফুল আমাদের শ্রীমতী বাগানে!
মাটিতে ফেরাই চিন্তা যদি বা ফেরাই
কী করে ফেরাই চিন্তা শিকড়ে আবার যাতে জীবনে আবার হয় গাছ!
বুঝি না বুঝি না কেন আমার হাতের থেকে যখন তখন
কীভাবে ফস্কে যায়, ভ্রমণে বেরিয়ে পড়ে আমারই সময়!
মন্তব্যসমূহ