তন্ময় ভট্টাচার্য



রোজ



আশ্চর্য, তুমি এমন একটা জীবন চাইছ যাতে
কোনো মানুষ থাকবে না পরিবার নয় শুধু
ফুলদানির সামনে বসে ভেবে চলা সে আছে
বাসের প্রতিটা টিকিটে তার ঘাম খুঁজে বেড়ানো
মহান মার্ক্স সবকিছু বদলে দিতে পারেন না
নইলে ফুলদানি থেকে দুটো হাত বেরিয়ে আসত
তোমাকে ঝাঁকিয়ে বলত 'কাম অন' আর তুমি
এতদিনকার বাসি জল পাল্টে দিতে ফুলদানির
মধ্যে ঢুকে নিজেই বিষ জোগাতে পারতে, এখনও, 
                                                  পারতেই... 



বিষ ছাড়া কোনোকিছু ভালো হওয়া সম্ভব নয়
আমার সামনে তোমাকে আর তোমার সামনে
ওই লোকটাকে বসিয়ে বেশ বুঝতে পারছি
আসলে একটা ট্র্যাক লুপের মধ্যে বেজেই চলেছে
আমরা খেয়াল করছি না ফলে কখন যে মুখস্থ
হয়ে গেল কখন চার্জ ফুরিয়ে সবাই হিমশীতল 
সেসব কথা থাক আমরা বরং পাওয়ার ব্যাঙ্ক
নিয়ে আলোচনা করি তোমাকে আরেকটা জ্যাক
                                                  এনে দিই
                                                        টাইটানিকের...


ডুবে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়
বরং মাটির কাছাকাছি আছে ভেবে খানিক
শান্তি যেন ডুব দিলেই পাওয়া যাবে শুধু
সময় হল না বলে এবারের মতো গুডবাই

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
ব্যাপক কবিতা
বেদাংশু বলেছেন…
খুব ভালো লেখা

জনপ্রিয় লেখা