সুদীপ রাহা
১
সে যখন থাকে, তুমি তো সুযোগই পাওনা। দাদা দাদা বলে হেদিয়ে মরো। তোমাকে যে একটু সময় দেব, মুখোমুখি বসবো উপায় থাকে না গো। সে এখন চঞ্চু ডুবিয়েছে প্রিয় জলে। না জানি, তার বুক আশ্রয় দিয়েছে কিনা এখন তার আদিম গ্রহটিকে। ও দুঃখবোন, এই নিঝুম দুপুরে তুমি আসবে? কি স্বার্থপর কি স্বার্থপর আমি! তাই ভাবছো? দুঃখ, তুমি স্বার্থপরের কেউ নও?
২
কালো কাকটির মতো এসো। আমার নিবিড় মাথায় বসে ডাকতে থাকো কা কা কা কা। আমি যেন তোমাকে মাথায় করে রাখতে পারি। কেননা এখন চাইলেও আমার মাথা তার বুকের ওপর রাখতে পারবো না। মাথাটা পায়ে করে আঁকড়ে ধরো, উড়িয়ে নিয়ে চলো। ও দুঃখকাক, চলো না দেখে আসি তোমার ছেলে বউ কেমন আছে? নাকি তুমিও তাদের কাছে গোপন করেছ কোনো সম্পর্ক, তোমার সংসারে আমারই মতন কেউ এসে ছায়া ফেলে নি তো?
সিজন চেঞ্জ
শান্ত হাওয়ার মতো বাড়ি ফিরি,
আর যখন খবর নাও পৌঁছেছি কিনা
আক্ষেপ হয়; হে প্রেম,
আমাদের তো প্রতিদিন দেখা হতে পারতো!
দুঃখ এসে কাঁধে হাত রাখার সুযোগ পেত না,
আর আমি সেই হাওয়াটির মতো বাড়ি ফিরতাম,
যে হাওয়া গায়ে লাগলে আমি আহা বলি,
আর মা বলে, এই হাওয়াতেই শরীর খারাপ হয়!
মন্তব্যসমূহ