রাহুল পুরকায়স্থ-র দুটি কবিতা | আঙ্গিক


কবি


বহিছে রঙের ধারা শরীরে শরীরে,

             লাল নৌকা, জন্মান্ধ নৌকার মাঝি


নৌকাটি এগোয়, আর মাঝির সংসারে

              অহরহ ঘটে যায় বর্ণবিপর্যয়


প্রকৃতি নিষ্ঠুর, লেখে কবিতা নিশ্চয়



মৃত্যুর দিকে


গিয়েছি ভুলের থেকে আরও আরও ভুলের ভিতরে,

দেখেছি ভুলের পোকা নেচে নেচে গান গায়

                                   ফসলের ক্ষেতে,


আমি তো ভাগের চাষী,

                            শব্দের ফসলে তারা গুনি,

ঘর ভাসে, পথ ভাসে অনিশ্চিত

                               স্বরহীনতায়


এইরূপে ক্রমে ক্রমে কবিতা মৃত্যুর দিকে যায়

মন্তব্যসমূহ

হৃদয় হোম চৌধুরী বলেছেন…
আহা ❤️ এই কবিতা ভালো থাকার অ্যান্টিবায়োটিক

জনপ্রিয় লেখা