অরিত্র সোম

রাতের চিলেকোঠা






এক পাল চামড়ায় মন বেঁধে বসে থাকি রাতে
শুধু এক পাল চামড়া- তাকে ভুলে যেতে পারি
                                           এত সহজে?
দানাবাহার, ছাঁদ ছিরি নয়
পথের পাশে পথ মেশানো- রক্তমাংসের এক
উজ্জ্বল বর্মীয় আখ্যান
বেঁধে বসে থাকি;- মধ্যরাতে...



রাত এখনও কত সহজ তোমার কাছে, নীহারিকা
কত অকপটে তুমি ঘরে আসো, চা মাখো
আমার বিছানার পাশে এসে আমার গরম,
                                         হাতে নাও...
আমি এখনও তোমার মতন সহজ হতে পারলাম না



রাতের চিলেকোঠায় ঘুরে আসা আমার প্রতিদিনের কাজ
এই সেদিনও, ঘুরতে ঘুরতে আবিষ্কার করা
                     হঠাৎ এক মস্ত কবিতার বই; আমেরিকা!
লুপ্তপ্রায়ের মত হতে হতে পরজন্মে এসে পাওয়া
আমার সেই, রাতের চিলেকোঠা-
দুপুরের ভাতঘুমের পর আমার মৃতদেহে এসে দেখা দেয়



ভয়ানকভাবে শরৎকাল আজ এসে দাঁড়িয়েছে
সামনের রাস্তা ফাঁকা- সবার মুখ এখন
                             উপরের মেঘে মেঘে;
আমার এসব কখনই ভাল লাগত না
বরং তিলজলার মোড়ে দাঁড়ানো ঐ রিক্সার ছায়াটা
                                  আমার বেশি পছন্দের-
রাতের শেষ আলোটুকু সেখানেই লেগে থাকে



হাতে চট-বই; টলতে টলতে এগোতে থাকে সময়
কখনও ফুটপাতে, কখনও বদ্ধ গুদামে
                      রাত এসে পড়ে অবশেষে- মৃত্যুর ফাঁদে
কখনো বেচাল হইনি আমি, অথবা বেচাল হলেও
আমার হাত ধরে থাকে চট-বই, বহু পুরনো কিছু
                                       কবিতার খাতা- হলদেটে
মিশুকে কবিদের ভিড়ে মুখ খুঁজে পাইনা আর
টলতে টলতে অবশেষে, এগোতে থাকে রাত
বহু বাতিল রাস্তা ধরে- কবিতাদের পিঠে পিঠে

মন্তব্যসমূহ

Kobitadihi বলেছেন…
পড়লাম। কবিতাদের পিঠে পিঠে রাতের আলো নিলাম
Samayitawrites বলেছেন…
খুব ভালো লাগলো, আরও এগিয়ে যা, এইভাবে। :)

জনপ্রিয় লেখা