অনিমিখ পাত্র

তিন লাইনের লেখা 






ভাবি যেন কিছু হয়নি। কিচ্ছু হয়নি ভাবি।

একটি রঙিন পাখি দৃষ্টিসীমার বাইরে উড়ে যেতে যেতে

তার ছায়াকে কুড়িয়ে নিয়ে গেছে






তুমি যে এখানে ছিলে, আমাদের ফ্রেমের ভেতর

কীভাবে যে বুঝি, প্রার্থনায় ভারী এই সান্ধ্যছায়াটিতে

তৎসম শব্দের যদি না আলোকপাত ফেলে রেখে গেছ






ক্ষমা উপচে গেলে আর সুন্দর থাকে না

ঘরদুয়ার ভাসিয়ে দিচ্ছে আপ্তবাক্যের ঢেউ

অথচ অর্থ খুব অন্তর্গত। খুউব বিপ্রতীপ কেউ 






এসব বলছি মানে, বুঝবে ইচ্ছের গাছে পুষ্টি এসেছে

অযথা ঝড়ের মধ্যে পড়েছিলে। অযথাই গোয়েন্দা সেজেছো

আসলে তুমিই ছিলে ধাঁধা। ছিলে গুপ্ত ম্যাপ বই। ছিলে গোয়েন্দা তোমার






তবে কি বলার লোভ আমাকেও পেয়ে বসলো শেষে

গোয়েন্দাকে কোনোভাবে ফেরানো গেলো না ?

গর্ভগৃহে না ঢুকেই, ঘটা করে গুপ্তকথা বলতে হলো সাংবাদিক সম্মেলনে এসে !







সে ছিল ধাঁধারও ধাঁধা। সুতোয় জড়ানো

খুলে গেছে ভেবে দেখি সোৎসাহে ফের ফের জড়িয়ে ধরেছে

আসলে ভীতু সে। তার ইচ্ছে তো তোমার সঙ্গে ছলেবলে সময় কাটানো

মন্তব্যসমূহ

rahul ganguli বলেছেন…
বাহ।খুব সুন্দর
ঋপণ আর্য বলেছেন…
"এসব বলছি মানে, বুঝবে ইচ্ছের গাছে পুষ্টি এসেছে

অযথা ঝড়ের মধ্যে পড়েছিলে। অযথাই গোয়েন্দা সেজেছো

আসলে তুমিই ছিলে ধাঁধা। ছিলে গুপ্ত ম্যাপ বই। ছিলে গোয়েন্দা তোমার"

আহা <3
A Fair well to pen. বলেছেন…
অদ্ভুত সাহচর্য চেপে বসল পড়ার উপরে, কিভাবে লিখলে ওই "ছিলে গোয়েন্দা তোমার" দ্যুতিটি ! মুগ্ধতা তোমায় কুড়িয়ে নিয়ে যাক।

জনপ্রিয় লেখা