শৌভিক মুখোপাধ্যায়ের কবিতাগুচ্ছ | আঙ্গিক অনলাইন



তোমাকে ও অন্যান্য/ শৌভিক মুখোপাধ্যায়


এক

‘বাড়িতে ভাত রাখা আছে’, এই কথা বলে তুমি উঠে যাচ্ছ আলনার কাছে।

নীরক্ত বিছানায় খিদে ওঁৎ পেতে জেগে আছে।


দুই

তোমার আমারও ঘর হবে। পৃথিবী জন্মে যদিও এ ইচ্ছে অপূর্ণ থেকেছে। স্বাভাবিক। তোমার আমার মাঝে আরও হাজার খানেক বছর জমে আছে। তাদের পেরিয়ে যেতে, স্বপ্ন নয় মৃত্যু লাগে। সময়ের মানচিত্র ওলোট পালোট হলে তবেই না আমি কাঞ্চি, কোশল, মগধ উজিয়ে তোমার সঙ্গে বেরোব। এর জন্যে অতীত হতে হয়।

তবু পৌঁছচ্ছি কই!

প্রতি তর্পণে একদিন করে পিছিয়ে পড়ছি।



তিন

বাসস্টপে তোমায় তুলতে এসে,
নিজেকে রাধিকা মনে হয়।

সুদূর প্রবাস সেরে ফিরবে তো গোঠে?
শপথ রাখো। 
আজকাল ভয় করে।

সম্বল যেটুকু তাও তো তোমার কাছে,
তুমিই হারালে ঘরে থাকব কীভাবে!


চার

অবহেলাভরে মেঘ ঢেকে দেয় তোমার শরীর
অতঃপর আর ফাঁকা ঘরে কত অহং শানাবে
যে মানুষ লিখেছিল সে মানুষ দূরের অধিক
গন্তব্যে চলে গেল, তুমি তার স্মৃতি বুকে একা।
এবার তো ফিরে চলো, কে প্রথম ভুল করেছিল
আজ সে হিসেব তোলা থাক...

পাহাড়ে মেঘ জমে ওঠে। পাহাড়ে মেঘ ঝরে যায়। পাহাড়ের কিছু যায় আসে?
অরণ্যের সুদ কষা শেষে, তুমি কী ক্লান্ত নও বড়
যাও, পাহাড়ে ঘুরে এসো। 


পাঁচ

প্রত্যাখ্যানে প্রতি নিমরাজি স্বরে,
পুড়ে গেছে জমি, বাঁজা মনের উঠোনে
পূর্ণিমাভরা রাতে ছুটে যায় কেউ
আমি ছায়া খুঁজে মরি মিনিটে মিনিটে

সে দিবস অনাদরে আমার শিকড়ে 
গোপনের বিষ ঢেলে দিল শুকপাখি
ভালবাসা অতিশয় পরাভব প্রিয়,
যদি পারো তাকে ডেকো অবকাশে ঘরে

শহর বিষাদ কেনে সান্ধ্য বাজারে
গল্পের ব্যঞ্জনে নুন কমে গেলে
চোখের জল ছিটিয়ে কদর বাড়াবে
এমন ভেবেছে তবু বরাদ্দ ব্যাহত
গোপনের ভাগ কি সে সহজে ফেরাবে?

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা