কবিতাগুচ্ছ | শাশ্বত বন্দ্যোপাধ্যায় | আঙ্গিক পত্রিকা


তোমাকে খুঁজেছি, সুর

ধ্রুপদী সঙ্গীত আমি কখনো শিখিনি
অথচ মনের মধ্যে সেতার বাজাও —
কেমন মরমী সুরে তোমার দু হাত
ছোঁয়াও যখন তারে, কীভাবে কাঁদাও? 

তুমি কি আমার গুরু, তুমি সেইজন? 
আজীবন খুঁজে গেছি ভিতরে-বাহিরে
কতদিন চিনি যেন সেতার রমণ

শুনেছি গলার স্বর, সেতার গমক
কেবল জড়িয়ে নাও এমন সুরের
জাদুকর; নাম ধরে ডাকার সময় 
ভেতর ভেতর সাড়া দিয়ে দিতে চাই 
তোমাকে শুনতে হলে অবশ্যই আমি

নিজস্ব গলার স্বর হারিয়ে ফেলবোই। 

তারের জাদুর কল, আমার হৃদয়ে 
অব্যর্থ সুরের জালে জড়িয়ে রেখেছো
তুমি কি প্রেমিকা নাকি, ত্রিতালে নাচাও
বাঈজী যেভাবে নাচে ঘুঙুরের তালে
তবলার বোলে নাচে যেন লক্ষহীরা!

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা