বিবস্বান দত্তের কবিতাগুচ্ছ | আঙ্গিক অনলাইন
পাঁচ আঙুলের মেঘবৃষ্টিগুলি/ বিবস্বান দত্ত
১
আমি কি এমন কোনও সূর্যাস্ত যার তীরে সারাদিন বসে থাকা যায়?
বাইরে আগুন জ্বলছে
আর দরজার ভেতরে পোড়া মাংসের গন্ধ
এইসব উদযাপন থেকে ঈষৎ দূরে
চাঁদের বাড়ি
২
এইখানে বিরোধী দলের সেই নিভু প্রদীপের আলো
সাইকেলে বাড়ি ফিরছিল
পেছন থেকে হাঁসুয়ার কোপ পড়ার আগে
এইখানে এইভাবে
চাঁদের খুব কাছ দিয়ে বেঁকে যাবে পথ
৩
খুব পুরোনো বাড়ি
ছবিতে দেখা
যদিও বিছানাটা মানানসই নয়
এবং তার ওপর যে কাব্য রচিত হলো
তার মিল এ সমাজে নেই
সামাজিক বৃক্ষ তাই বের হয়ে আসে
নিজের শুকনো দুঃখে আগুন লাগায়
৪
বাবার চোখের আলো
আস্তে আস্তে ঢেকে দিচ্ছে মেঘ
এরপর বৃষ্টি এলে রাস্তা ধুয়ে যাবে বলে
বৃষ্টিকে ঠেকিয়ে রেখেছি
এখন আমার মাথার ওপর বিষণ্ণ জলভার
বাবার চোখে ছায়া
এই দুই স্টেশনের মাঝে
মধ্যরাতে ট্রেন চলে যায়
৫
ঈর্ষা পেরিয়ে এলে রোদ এসে পড়ে
সদ্য বৃষ্টির পর প্রচুর সবুজ হয়ে আছি
দুঃখদের মনে হচ্ছে দক্ষিণারঞ্জন
সুন্দর, চমৎকার এবং অলীক
মেঘশিশুর জন্মদিনে আমন্ত্রণ এলে
সেইসব গল্পকথা উপহার দেব
মন্তব্যসমূহ