চয়ন দত্তের কবিতাগুচ্ছ | আঙ্গিক অনলাইন
কবিতাগুচ্ছ/ চয়ন দত্ত
কাচনীল
সারাদিন খুব বৃষ্টি হয়স
কাল। দুপুর।
ঘুম নেই একটুও
ক্লান্ত মা
দেখি কাঁপা পায়ে
ধূপ জ্বালান,
আলো দেখান ঈশ্বরকে।
ধুনোর ওমে ভাসে স্তব,
প্রেমিকার শাড়িঘ্রাণ
আর,
কাচনীল সন্ধে
গড়িয়ে নামে শুধু
দূরে। কাছে। বুকে!
ভাতঘুম
সমস্ত অভিমান পুরনো প্যাটরায়
তুলে রাখে যুবতী।
ভাবে রোদ আসবে একদিন
ধুয়ে মুছে দেবে সব...
মেঝে। আসবাব। জীবন।
সংসার হবে।
আর ভরাট রং
ছুঁয়ে যাবে দেওয়ালের কোণ।
ভাবে...
আর হঠাৎ হাওয়া
খিড়কি কাঁপিয়ে,
চুরমার করে ভাতঘুম।
আলো
তোমায় ছুঁতে মন চায়
তোমার আলোর পাশে,
বসতে ইচ্ছে করছে খুব।
অদ্বৈত
সাত সাতটা জন্ম
এ জীবন,
কার পায়ে রাখি?
ঈশ্বর? নাকি তোমার?
মেঠোপথ, সূর্যস্তব রাঙা
অদ্বৈতবাণী গেয়ে চলেন ফকির সন্ন্যাসী।
নব্বই দশক
তুমি চলে যাও
দূরে, ফেলে রাখো
আলো
স্মৃতি
আর দোমড়ানো কিছু কাগজ।
আসলে চিঠি।
সেবারে শ্রাবণদুপুরে বসে লেখা।
তুমি ফিরে যাও
তলিয়ে যাও
সিঁড়ি বেয়ে...
নব্বই দশকের মতো রাত নামে শহরে!
মন্তব্যসমূহ