পিয়াস মজিদের কবিতাগুচ্ছ | আঙ্গিক অনলাইন
পিয়াস মজিদের কবিতাগুচ্ছ
শ্রী রসাতল
কাটে কেন ঘুমের অন্ধকার?
জেগে থেকে দেখে চলি
আলোর কারচুপি,
জাহান্নামের জোনাকি।
জোনাকির পলকা স্তন;
তার উপকূলে বিশাল নোঙর
প্রেতের জেনিটাল।
ঘুমের ভেতর সুরেলা সঙ্গম
শেষ হয়ে এলে
বিধবা পরির হাইপার!
তোমার অন্তর্বাসের আভায়
এই গরমে তোমার নিঃসঙ্গ
অন্তর্বাস ঘামছে-কামছে।
গ্লোবাল কানেকটিভিটি
ঠেকাতে পারছে না তোমার
অন্তর্বাসের একাকীত্ব!
তবু তুমি হায়
তোমার অন্তর্বাসের মাপে প্রায়...
আকাশে আকাশে মেঘেদের মাগফেরাত,
বৃষ্টিকামী পৃথিবী একটা উত্তপ্ত হোলি হোলে ঢুকে পড়ে
আগুনের বিকৃত বাচ্চাকাচ্চায়
গঠন করছে আরও তীব্র অগ্নিকুণ্ডের বংশলতিকা,
বৈশ্বিক উত্তাপের চাপে ইতিমধ্যে সব নগ্ন হয়ে গেছে
থেকেথুকে এইসব বেলেল্লায়
তোমার ভয় শুধু নগ্নতায়!
যত গরমের গান হচ্ছে
তুমি তার তালে তালে
নাচতে নাচতে
আরও বেশি সেঁধিয়ে যাচ্ছো
অন্তর্বাসের নন্দনফাঁসে।
ফেঁসে গিয়েও
পরিস্থিতি স্বাভাবিক রাখার কৌশল তোমার জানা আছে,
হাসিমুখে টপাটপ ড্রাগনফল খাচ্ছো,
ভেতরের ড্রাগনের উত্থান ঠেকাচ্ছো?
তোমার অন্তর্বাস ভালো জানে,
কিছু উত্থান ঠেকানো যায় না
যদিও বয় পতনপ্রবণ হাওয়াা!
অনেক হলো,
সব ঢেকেঢুকে রাখার নষ্ট মহড়ায়
নিরীহ অন্তর্বাসকে
আর কত অপরাধী করবে!
তাকে মুক্ত করে
নিজে মুক্ত হওয়ার আগে দ্যাখো,
তোমার অন্তর্বাসের আত্মায়
আসন্ন সন্ধ্যায়
কতটা গোধূলি ঘনালো!
সাময়িক
তোমাকে ছেড়ে
যে মেয়েটা
ক্ল্যাসিকস পড়ছে
পড়তে দাও
তাকে তুমি ত্যক্ত করো না।
দুনিয়াদারি
এখানে রাত নামে;
সহস্র এক আরব্য রজনী
কিংবা
ওয়ান নাইট স্ট্যান্ড!
রাত থেকে
এক একটা লাশের লিরিক
দিনের দুনিয়ায় ঢুকে
দেখতে চায়,
এক পৃথিবীর বিভিন্ন প্রান্তে
কেউ ভাত বসায়
বিটিএস গান গায়
মুরাকামি উপন্যাস লেখে
আর মাঝে মাঝে দৌঁড়ায়!
হ্যালো হ্যাংওভার
জারি থাকার
যন্ত্রণা এবং নেশায়
এই রঙিন গ্লাসের দুনিয়া!
যাত্রাসঙ্গী
শয্যাসঙ্গী
পানসঙ্গী-
বাস্তবে ভয়াবহ
মেমোরিতে ভালো।
মুখের মুখর আকাশে ফোটা চাঁদ
আর সব নীরব অন্ধকার
পেনিসের পাপ?
নেশা-কাটা সকালের সামনে
স্মৃতিপেগ
রেজারেকশন
লুতুপুতু শ্বাসপ্রশ্বাস;
হ্যাঁ হ্যাঁ, এরাই তো ছিল
প্রয়াত প্রতারক রাতের
বিশ্বস্ত বারটেন্ডার!
মন্তব্যসমূহ