সেলিম মণ্ডল-এর কবিতাগুচ্ছ | আঙ্গিক
কাঁটা
কাঁটা এমনভাবে বাচছ, মনে হচ্ছে—
মাছ আবার ফিরে আসবে জলে
এই জল তোমাকে গলা অবধি নেবে
ফিরে আসবে ভাঙা নৌকা, ছেঁড়া জাল
রূপোলী মাছের নরম যোনি
তুমি কাঁটা বাচছ আবার চিবাচ্ছও
যেন হারমোনিয়ামের রিডে বসে যাচ্ছে অভিজ্ঞ মাস্টারের দুখী আঙুল!
দৈন্যতা
দৈন্যতার ডুবে গেছ
জল নেই
শিখে যাবে সাঁতার ভেবে কিনে নিয়েছ নৌকা
এতটাই তল তার
একবার যে ডুবে যায় তার গলা নামে না
মাথা খালি ভাসে
মনে হয়, দূরের চরে জেগে থাকা পোড়া এক মালসা
অভ্যেস
গিলে খাচ্ছ অভ্যেস
যে অভ্যেস থেকে বেরোনো দরকার সেখানে পড়েছে তারকাটা
তারকাটা এক নিয়ম। দুই রাষ্ট্র
তোমার গলা কিছুতেই তা মানতে চাইছে না
তুমি একটা সুর ক্রমশ চিরে দিচ্ছ...
একা ১
ক্রমশ নিজেকে ঠেলে দিচ্ছ ছুরির দিকে
স্কুল ফেরত তুমি
সাদা জামা, নীল পাজামা কিছুই স্পর্শ করতে পারছে না—
রক্ত কিংবা জং
তুমি ক্রমশ এগিয়ে যাচ্ছ
তুমি হয়ে উঠছ পেঁপে ফুলের মতো একা
একা ২
এ লেখার কাছে খুলে রাখবে কি খোঁপা?
চুলগুলো হাওয়ায় উড়ুক
আমার গালে এসে লাগুক...
এ লেখা তেমন কিছু না
শুধু তোমার চুলের উড়ে যাওয়ার মতো
ভীষণ একাকী...
রুটি
নরম রুটিতে কান্না ফেলে তাকে আরও নরম করে তোলা
তোমায় মানায় না
তুমি কী চেয়েছ— রুটির সাদা না নমনীয়তা?
প্রতিটি কামড় বোঝাতে পারছ না
জল ঝরছে তো ঝরছেই!
____
প্রথম প্রকাশঃ আঙ্গিক অনলাইন
মন্তব্যসমূহ