কবিতাগুচ্ছ | শীর্ষতনয় ঘোষ | আঙ্গিক পত্রিকা
একটু আগে রাস্তা দিয়ে একটা মিছিল চলে গেল
আবার সবাই সবাই আলাদা
আলাদা হাঁটছে
আলাদা কথা বলছে
আলাদা ভাবছে
আলাদা গাড়ি ধরতে নাড়ছে হাত
তবে খানিক গিইয়ে ফের মিছিলের মুখোমুখি হবে
তবে খানিক গিয়ে ফের একা
খানিক পরে সব একাকার
বিয়ে-বারি
জন্মদিনে বৃষ্টি হলে
বিয়েতেও হবে জল
এভাবে বললে অনেকে ভাবে
কুসংস্কার
কিন্তু দেখ
এই দুবেলাই এমন
কেমন হাউ হাউ করে
ভেঙে পড়ল মেয়ে-মেঘ
তাকে নিয়ে এসেছে অচিন বাতাস
নিয়ে যাবে নতুন উপত্যকায়
মা-মেঘ জানে
এরকম বাদলবেলা
ভাগ্য করে আসে
মাসি
কপালে উল্কির নিচে টিপ
বাজুতে সিংহ
চোখে ভ্রমর
ছেলেবেলায় কতবার ভুল নামে ডেকেছি
সে চাহনি
এখন বুঝি
কী ভীষণ ঈর্ষাকাতর
মা হলে তাও সন্তানমার্জনা দিয়ে নিস্তার পেত
সাজ
প্রথমে শুধু ঘরের লোকের সামনে সাজতে ইচ্ছা হত না
মনে হত
এখানে তো আসল আমি থাকি
তারপর মনে হল
ঘর যদি আপনের হয়
তবে আত্মীয় তো আপনই
তাই তাদের সামনেও সাজ মলতুবি রইল
ধীরে ধীরে বান্ধবকুল সমমনস্কতাকেও ছাড় দিয়েছি
এখন সেজেগুজে বাইরে বেরই স্রেফ কাজে
অজানা মানুষের সান্নিধ্যে
তবে মনে খটকা লাগে
সাজ সরিয়ে মাঝে মাঝে দেখি
ভুল করে ফেলছি না তো?
ঢং
ঢংকে যে নাটক বলল
তাকে কি আর নাটক করে দেখালে বুঝবে?
সে
নাটক করছ কেন
বলেই খালাশ
এদিকে আমার এই দিনরাতখেকো সংলাপ
আলো বেছে এগিয়ে যাওয়া পিছিয়ে আসা
মঞ্চের ডানার পালক হয়ে কতগুলো মানুষ
আমার দিকে তাকিয়ে আছে
থার্ড বেল বাজল কিনা শুনছি
সে বলেই খালাশ
ঢং
মন্তব্যসমূহ