কবিতাগুচ্ছ | শঙ্খজিৎ দে | আঙ্গিক পত্রিকা

ভিড়

অনেকগুলো মানুষ চিৎকার করে ডাকছে

দশটা গাড়ি কাদা মাখামাখি হয়ে ছুটে যায়।

আমি তোমাকে দেখি; তুমি আমার চোখ!


সমুদ্র

নগ্ন ঊরুদের কাছাকাছি মাংসাশী মানুষ হয়ে উঠি।

গুহাজন্মের পবিত্র সঙ্গমের কথা মনে পড়ে।

ঢেউ আছড়ে পড়ে

একটার পর একটা ফেনায়...

কিছু মনে পড়ছে?


শপিংমল

আমার যাওয়া হয় না।

দূর থেকে তাকিয়ে দেখি— একটা পাখি গিয়ে বসে বাড়িটার ছাদে!

পাখির মাংসের কত দাম? মানুষের লালার কত?


অটোস্ট্যান্ড

চারিদিক থেকে ভিড়।

আমি বোবা পাথরের মতো দাঁড়িয়ে থাকি অনর্গল!

প্রতিটি অটোস্ট্যান্ডের গায়েই কি অপেক্ষা লেগে থাকে?


বিচ্ছেদ

বাড়িতে আত্মীয়স্বজন আসে।

সন্ধ্যার পর গান বাজে মন্দিরে।

বাজারে জিনিসপত্রের দাম...

কথায় কথায় ভুলে যাই তোমাকে।

ভুলে যাওয়ার চেষ্টা করিনি যদিও।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা