দীপাঞ্জন মুখোপাধ্যায়ের গুচ্ছ কবিতা | আঙ্গিক



দীপাঞ্জন মুখোপাধ্যায়ের গুচ্ছ কবিতা


১)

সম্মোহন , সে তো স্বয়ংক্রিয় -


স্বয়মাগতা হয়ে এসেছে 

তোমার ফ্ল্যাটের দরজায় 


স্বাগত পাপোষে ঘষছে 

জুতো, ধুলো বালি কাদা 


ঘরে বসাও তাকে;

সম্মোহিত তো পৃথিবী 


তুমিও কি আর, বাদ যেতে চাও ?


২)

সে এক বিলম্বিত লয়


ধ্বংস তো, অবশ্যম্ভাবী

তাও যতটুকু ঠেকিয়ে

রাখা যায়, যতটুকু ফেলে

রাখা যায়, যতটুকু পিছিয়ে

দেওয়া যায়, ততটুকু পা

দিয়ে ঠেলে দাও তাকে,

একপাশে।


৩)

নক্ষত্র পতনের শব্দ হয়;


আলো অনেক আগে নিভে গেলেও


এতদিনে এসে পৌঁছয় যে শব্দ


এসো, খুঁজি তাকে

পুরাকাল ভাবিকালের 

গোলোকধাঁধায়।


৪)

অটুট 

নৈঃশব্দ মনে পড়ে তোমার?

মনে পড়ে জলের তলার দিনগুলো?

চির আঁধারের রাতে আলোর খোঁজে  

হন্যে হয়ে ওঠা ?

মাতৃগর্ভের সেইসব দিন, মনে পড়ে ?


৫)

…সবরাস্তা বন্ধ এখন -


গাঁথা হচ্ছে দেওয়াল

আর দূরে বালির


ঢিবিতে বসে আমি 

দেখছি সূর্যাস্ত


এত নির্বিকার কেন?

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা