শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের তিনটি কবিতা | আঙ্গিক



শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের তিনটি কবিতা


দাগ

হে মহাকাল!


কে জানে,

তোমার গলায়

জমাটবাঁধা রক্তের মতো

ওই নীল দাগ ...


ও কি

কালকূট। নাকি কান্না? 


পিতামহ

তাঁদের শ্রদ্ধা করি। যাঁরা আমার কপালে লম্বা রসকলি এঁকেছিলেন বহু বছর আগে। শুকনো চন্দন গুঁড়ো এখনও ফুটে আছে পাথরে।

চলে যাচ্ছি। দিয়ে গেলাম দেহটুকু। যত্ন করে চাহারবাগ সাজিও


চন্দ্রাহত

চাঁদের আলোয় চমকাচ্ছে নেশাতুর গ্রীবাদ্বীপ। মল্লিকা ঠোঁটের থেকে ক্রমাগত পুরাতনী মদ উপচে পড়তে দেখি। চাঁচর-চিকুর খোয়াবের আশাবরী চেনে।

চেনে জোৎস্নার প্রবল প্রদাহ

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা