রোমেল রহমানের দুটি কবিতা | আঙ্গিক
রোমেল রহমানের দুটি কবিতা
কার্ল মার্ক্স হেঁটে যচ্ছেন বিষণ্ন একা
মানুষকে দেখছি —
এ ওর দিকে আঙুল তুলে দাঁড়িয়ে আছে সারাদিন! লুট হয়ে যাচ্ছে কৃষক তবু পাকস্থলীতে, 'এলাহী ভরসা!'
মানুষকে দেখছি —
ট্রাফিকে আটকে ঘামছে — সকাল দুপুর সন্ধ্যার অলিতে গলিতে...
তবু নিরুপায় জড় বিকারহীন জন্তু যেন;
ক্রোধেও জ্বলে না, বিষাদেও কাঁদে না কোথাও; কেবল তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে নিজের আগামীকাল!
মানুষকে দেখছি —
আত্মহত্যার দিকে হেঁটে যেতে!
এছাড়া উদ্বৃত্ত আর কিছু নেই! কার্ল মার্ক্স হেঁটে যাচ্ছেন বিষণ্ন একা!
মোড়ে মোড়ে মেধা – শিশ্ন – শরীর বিক্রি হচ্ছে যখন- তখন! তবু জরায়ুর বিরাম নেই, বীর্যবানের দুনিয়ায়!
মানুষকে দেখছি —
থানার সামনে দাঁড়িয়ে মৃত ইন্সাফের গল্প দিতে! নেতা মালিশের ফলাফল — জামিনে একটি কলাগাছ বউ সেজে ঘরে এসে চুমু খেয়ে যায় রোজ রাতে! এভাবেই চলছে স্বদেশ! মানুষকে যেভাবে দেখছি রোজ গুঁজে দিতে টাকার পুরিয়া! সেখানে কে কাকে জিতিয়ে দিচ্ছে? হুইসেল তুলে ছুটে যাচ্ছে হাজার হাজার বণিকের চোয়াল চিবুক! আকাশ উজাড় হয়ে ঝরে পড়ছে কোটি কোটি পায়রার রক্তিম পালক! আমি শুধু ভিজে যাচ্ছি নিরবে একা।
মানুষকে দেখছি—
ললিপপ চুষতে চুষতে আস্ত লিঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতে নির্বোধ! কোটি কোটি কন্ডোম পরা মানুষ সমগ্র দাবার কোর্টে বোবা!
অথচ আমার চোখে জল!
শোকার্ত কাক ডাকছে ইলেক্ট্রিকের তারে বসে,
ময়লার গাড়ি এসে নিয়ে যাচ্ছে লাশ!
খাঁচায় তখনো বাজোরিকা পাখির কল্লোল!
মানুষের এই পয়গাম, মানুষের মুখ থুবড়ে পড়ার!
অথচ আমার মানুষকে একলা ফেলে যাবার উপায় নেই আর!
তাই —
বেদনার মাথায় রেখেছি হাত; জড়িয়ে ধরেছি বুকে; আমরা তো জানতাম, আমাদের স্বপ্নের শেষ আশ্রয় — মানুষ!
হরতালের আগের রাত
হরতাল হবে শুনে মনের মধ্যে ছল্কায়! বহুদিন পর — টগবগ টগবগ লাগে!
আধাখ্যাঁচড়া হলেও তো একটা বন্দুক?
মহল্লাবাসীর পক্ষে 'আম্মাজি টুর্নামেন্ট' কাল!
ক্রিকেট ক্রিকেট পিকেটিং অজুহাতে রাস্তার ফাঁকা বুকে আমাদের রাজত্ব কায়েম হবে!
চিরায়ত পাতিকাক খাম্বার তারে বসে বিমুগ্ধ নজরে দগ্ধ টায়ার দেখে যাবে!
যেন — দম্ভের জ্যান্ত চিতার পূর্বকুণ্ডুলি!
কয়েকবার কাকা... বলে সম্মতি জানাতে জানাতে উবে যেতে যেতে বেজে ওঠা পুলিশের সাইরেন!
যেন, আচমকা প্যান্ট খুলে দেয়া শিশুটির কান্নার রোল!
কে কার শিকার আজ?
টমেটোর ক্ষেতে ক্রসফায়ারের লাল রস! এও ভালো, এর মধ্যে একটা হরতাল যেন প্রজাতন্ত্রের প্রশ্রয়! তবে মানুষ কবে যে টমেটোর আবডালে গ্রেনেড কৃষি করে ফ্যালে বিশ্বাস নেই!
মানুষে বিশ্বাস করা পাপ, তার চেয়ে ভয়ানক পাপ — গদিতে বসানো!
যেহেতু,
সকল তন্ত্র গ্যাছে বাপ-মাতন্ত্র তুমিই;
সেহেতু,
ঘাতক তোমার ঘরেই!
আর আমাদের ডালে ডালেবিস্ফোরকের মতো ঘৃণা দৃশ্যত চুম্বন হয়ে উড়ে যাচ্ছে কাকের মতো ডানায় ঝাপটা তুলে!
আমাদের সকল ঝরা পালক তোমাকে ঘেন্না করে!
মন্তব্যসমূহ