পলাশ দাসের তিনটি কবিতা | আঙ্গিক



পলাশ দাসের তিনটি কবিতা


ঠিক সকাল নয় 

চাঁদের গায়ে তরল 

সূর্য আদর 

হামাগুড়ি দিয়ে পেরিয়ে যাচ্ছে 

সকাল  


ব্যাঙের মতো চিত উবু সাঁতার 

ছড়িয়ে পড়ছে পিঁপড়ে পায়ের গন্ধ  

ডুবে যাচ্ছে পাতার বানানো নৌকো 


বর্ষাকাল ফিরে গেলে পর 

মেঘেরা হারায় নিজের নিজের নাম


ব্যস্ত ট্রেনের শরীর জুড়ে 

সিগারেট আর আগুনে ভিজে যাওয়া 

আঙুলে সূর্যোদয় 

স্টেশন ভেসে গেলে 


যুদ্ধ শেষে ঘরে ফেরে মানুষ 

পিঠে ঝোলানো ব্যাগ  


সিগারেটের আগুনে ভিজে যেতে যেতে দেখি 

যুদ্ধাস্ত বলে 

জীবনে কিছুই হয় না  


এখানে বৃষ্টি পড়ছে 

হাত নেড়ে চলে গেল মানুষ 

আমাকে দেখছে কেউ 

কোনো কোনো মানুষের পাশে মানুষ 


তারা কেউ বন্ধু     

কেউ পরিচিত সদ্য 

কারো কারো হাত ফাঁকা

কারো হাতে বাজারের ব্যাগ 


বন্ধু সমেত তারা উল্লাসে ফেটে পড়তে পড়তে 

কিছু শব্দ ছুড়ে দিচ্ছে  

            এই আমার মতো যারা  

            একা 


এখানে বৃষ্টি পড়ছে সারাদিন 

        এখানে পকেটে রেখেছি খাম 

পথের গায়ে পাথরে পাথরে 

কৃষ্ণচূড়া ঘুমে ঢুলে পড়ে আছে 

এখানে বৃষ্টি পড়ছে টুপ টুপ

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা