মৌনী মণ্ডলের দুটি কবিতা | আঙ্গিক
চাকরির আগে - পর
আমি আপনাদের চিনি না
আপনারাও আমাকে চেনেন না
এটা এমন কিছু নয়
আজ একটা মহান কাজ করেছি।
কোমডের
হিসি থেকে
গু থেকে
বাঁচিয়েছি
ভেসে থাকা
একটা
পিঁপড়েকে।
বডি র ড়
চৌচির মমমূর্তির আলোকপ্রপাতে গুঞ্জন
অমর হারাকিরি শব্দের অনড় হারকিউলিস
সকলে জেগে আছো অফুরন্ত নেটের বমন
সব পুড়ে গ্যাছে
পরশুদিনের ট্রপিকানা অবাস্তব আড়ংঘাটা
জায়গাটা অচেনা হলেও আমি শুনেছি রিংটোন
পৃথিবীর - মিউটেন ট্রমার আর
জীবনানন্দের ঘাতকগাড়ি চড়ার মতো আনন্দ আমার নেই
খুন করো আমায় আরও
আমার নিপীড়িত মানুষেরা
কঙ্কালটুকু চিবিয়ে খাও
এখন আইল্যান্ডের দিকে যাচ্ছি
একাধিক রাস্তা
তারপরই সেই দারুণ সাদা বালি
প্রচ্ছন্ন রাত
একটা পীত ছোট পাতা
হাতে কতটা সময় আছে আন্দাজ
ওষুধের রক্তাক্ত চেরা নাভিতে আঙুল ঘুরিয়ে
ভিতরের হাঁ আরও এগিয়ে দিই
হাঁটু আর পাছা শার্পনারে ছুলেছে
এভাবে সিগারেট বেশিক্ষণ প্যাকেটে থাকার নয়
কাঙ্ক্ষিত কিঙ্কর শৃঙ্গের অথবা শঙ্খের
নিহিত পাতাল ছায়াটি
মন্তব্যসমূহ