হিরণ মিত্রের রেখাচিত্র | আঙ্গিক


হিরণ মিত্রের রেখাচিত্র 


দীর্ঘ যানজট। সামনে টাঙানো রয়েছে একটা হাইকু। তার প্রতিটা অক্ষর পেরোতে পেরোতে এক কিশোর ক্রমে যুবক হচ্ছে। আর প্রার্থনার ভঙ্গিতে নতজানু যত যানবিলাসী আধবুড়োদল। এরকম ছিমছাম স্বপ্ন আমাদের কখনো পেয়ে বসেনি। বদলে দেখেছি, দৃশ্যের সাদা রং আসলে রাষ্ট্রসন্ত্রাসে ভয় পাওয়া এক মেয়ের মুখ।

দিনলিপির প্রতিটা শব্দ মুছে দিয়ে এক লামা শাদা পৃষ্ঠা ফিরে পেতে চেয়েছিল। তা করতে গিয়ে তিনি বুঝেছেন শব্দ আসলে ব্রহ্মাস্ত্র। সে এগিয়ে গেলেও রক্ত খায়, পিছিয়ে এলেও। এক পৃষ্ঠাব্যাপী ক্ষতচিহ্ন অবশেষ - তার প্রাপ্তি, তার বোঝা।

চিত্রঃ হিরণ মিত্র | লেখাঃ সৌরভ দাস

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা