আঙ্গিকের পূর্ববর্তী সংখ্যা (ছাপার অক্ষরে)– ঋতুপর্ণ ঘোষ, নিষিদ্ধ, ভাঙতে ভাঙতে কবিতা এখন, পাঠক, সাংস্কৃতিক ক্ষয় ও ফ্যাসিবাদ-বিরোধী সংখ্যা। পত্রিকা সম্পাদক- সুমন সাধু।
১)
দুইটি ডানায়
ঝাপট দিয়ে
ওই আকাশে
শন শনিয়ে
বিরাট, তুমি
উড়বে কবে?
নিভৃতে ভূকম্প হবে
২)
এই এত
করোনার ভয়
ভাবি, সুধা
ভোলেনি বোধ'য়
মন্তব্যসমূহ