মৃদুল দাশগুপ্তের দুটি কবিতা | আঙ্গিক


১)


দুইটি ডানায় 

ঝাপট দিয়ে

ওই আকাশে

শন শনিয়ে

বিরাট, তুমি

উড়বে কবে?


নিভৃতে ভূকম্প হবে


২)


এই এত

করোনার ভয়


ভাবি, সুধা

ভোলেনি বোধ'য়

মন্তব্যসমূহ

Priyanka বলেছেন…
কী সুন্দর! বড় সার্থক লাগে এইসব পড়লে। বেশি কিছু বলতে হয় না। এক টুকরো লেখা,কিন্তু কী সম্পূর্ন

জনপ্রিয় লেখা