আকাশ গঙ্গোপাধ্যায়ের রেখাচিত্র | আঙ্গিক


‘আমাকে মুক্তি দাও’ - এইটুকু কথা। তারপরে, ডানা ভাঙা দুই পাখি বসে থাকে জমাট অন্ধকারে। ও অন্ধকার ওদের দূরত্ব মাপার একক। 

এ অন্ধকারের রং নেই, রেখা নেই। আকাশের গায়ে বৃক্ষকে মনে হয় অশান্ত তুলির ছোপ ছোপ দাগ; জোনাকিতলা নিশিডাকের অবশ স্বর। 

হেসে বলি - কদ্দূর হে নুলো, যেখানেই যাও, এ মায়ার পৃথিবী তোমাদের চিবিয়ে খাবে।

তবু যেন কথা ছিলো, অন্ধকার হাতড়ে ভাঙা ভাঙা পাখিদের একদিন দেখা হবে। মাঘের গোধূলি বয়ে যায়। 

পৃথিবীর ভালোবাসা কাউকে ছেড়ে কথা কয় না। দেখতে দেখতে অপেক্ষার শ্বাসকষ্ট শুরু হলো একদিন। 

আর মুক্তিনাম শুধু হরি হরি বোল।


অঙ্কনঃ আকাশ গঙ্গোপাধ্যায়
লেখাঃ সৌরভ দাস


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা