সাঈদ শ’র তিনটি কবিতা | আঙ্গিক
রোমন্থন
অতিক্রান্ত, প্রতিটা ছুটে যাওয়া বাসে
যেন ইকো হচ্ছে তাসলিমার ফিরে না আসা
এলার্ম
লোকটি ভবিষ্যৎ দেখতে পান
তার প্রখর দৃষ্টির ভেতর
এক আলোর ট্রেন ছুটে যায়
সংখ্যাহীন সময়ের জংশন ভেঙে ভেঙে
ছুটতে ছুটতে রাত্রির হদিস মেলে
তখন, মৃদু বিশ্রাম- জড়তা- ঘুম
যিনি ভবিষ্যৎ দেখতে পান
তিনিও সকালবেলায় জেগে ওঠেন
গতরাতের ঘুম থেকে...
সাতটায় এলার্ম--
বাজতে বাজতে
সাতটা পাঁচ মিনিটে ঘুম ভেঙে যায়।
অস্তিত্ব
যা দেখতে পাই না
সেইসব দৃশ্যের ভেতর তোমাকে খুঁজি
যেন রাত্রির মতো বসে আছো
আমার পাশে
রাত্রি এক ধরনের ভাবনা
অনেকগুলো ডিম আলোর ফোকাস
মৃদু কোলাহল; শান্ত হাওয়া, অসংখ্য তারাফুল
যাদের ঝরে যাওয়া সময়ের গায়ে
লেগে আছে তোমার অস্তিত্ব
মন্তব্যসমূহ