একজোড়া কৃষিকথন | অন্তর চক্রবর্তীর কবিতা | আঙ্গিক

 



১)


সারাদিনের জমিগন্ধ হাতে নিয়ে লিখতে বসতেন জগৎকাকা

ক্ষেতের মতন একখানা এবড়ো-খেবড়ো দিস্তা

তাতে একে একে উঁকি দিচ্ছে

কালবোশেখি
বন্যা
নবান্ন

আরো কত কী...

লিখে চলেছেন
লিখেই চলেছেন

পুরো ভোররাত্তির ঢুকে পড়ছে একখণ্ড পাতায়

আর
পৃথিবীর সমস্ত জমিকে টেনে নিচ্ছে
জগৎ সরকারের মলিন একবিঘে

                            মুছে যাচ্ছে প্রতিটা আলপথ...



২)

সাবলীল দশচক্র, শাপান্তে মহা-আশমান
স্থাণুবৎ শুয়ে আছে। ছুটি নেয় নক্ষত্রক্ষেত

বিমর্ষ খেচরসুখে
ডানায় পেতেছি আহ্বান -

হে প্রবীণ অশ্রুময়, রাজনের প্রেত...

উড়ানে ভিক্ষা চায়
ভিক্ষা চায় প্রাণ -

বীজশ্লোকে ভরা সেই অমরা-লাঙল

যক্ষঋতুকে চিরে
এনে দিই যেন
                        দু-ফসলি ঘনঘোর পারিজাতকোল...

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা