ব্যথামাত্র আঃ | তন্ময় ভট্টাচার্যের কবিতা সিরিজ | আঙ্গিক
(১)
তোমাকে পেরোতে পেরে মনে হল যুদ্ধ জিতে গেছি
পথের দুপাশে শান্তি
আমার বিভিন্ন লাশ পড়ে
গণসৎকার থেকে যাদেরই ফিরিয়ে আনি, দেখি
তোমার বিভিন্ন চিন্তা
তিলে-তিলে গড়েছে সেনানী
(২)
এবার অস্ফুট হব। ব্যথামাত্র আঃ।
সমস্ত উন্মাদদশা ফেলে আসব বিগত লেখায়
কয়েক মুহূর্ত স্বস্তি। শূন্যে থামে পা।
শব্দ ভেঙে যায়।
অন্য কারো মা
মকরস্নানের দৃশ্যে পেয়েছে তোমায়
(৩)
কুড়িয়ে-বাড়িয়ে লেখা এসবই শ্রমের অপচয়
জগতে, আনন্দযজ্ঞে, ধৈর্যচ্যুতি হয়
ধৈর্য বাড়ি, ধৈর্য খাই, ধৈর্য পেতে বিনিদ্র শয়ন
ইতোমধ্যে গলে যায় ধৈর্যশীলা পাথরের মন
তবে কি পতন, মূর্ছা? সতীঅঙ্গ নাশ?
তাণ্ডবনৃত্যের শ্রমে মহাতীর্থ পেতেছে প্রকাশ
(৪)
প্রকাশ পাওয়ার পরও যে-তুমি লুকিয়ে ফেলা বই
সঠিক সিদ্ধান্ত থেকে
প্রতিবার কান্না শোনা যায়
ঈর্ষা - কৈশোরচিন্তা - ছলনে ভোলার আশা কই
বিবৃতি আড়াল করে
ফুল দিচ্ছি, নন্দিনী, লেখায়
(৫)
সেসব করবীরক্ত, রঞ্জনও কি নয়
আমার ফ্যাকাশে তন্ত্রী নির্বাসনে বুঁদ
তোঁহারে মিনতি করি, হে শ্যামসমান,
আঘাতে কবিতা নহে, পাঠায়ো ওষুধ
মন্তব্যসমূহ