বিবস্বানের তিনটি কবিতা | আঙ্গিক


ব্যালকনি


জীবনে নতুন কিছু হচ্ছে না বলে আপাতত বন্ধ রেখেছি 

কবিতা এবং তুঁহু অপচিত হেম

ওলো খই, আলোখই শেষে ভেসে যাবে

তার দ্বারে যেইখানে লতাটির সুর


কথাটিকে জড়িয়ে ধরেছে



কিচেন


রান্নাঘর

এক্সজস্ট!

এত তেল ধুলো-

চিটচিটে ঝগড়ার কালি লেগে আছে যেন


অথচ সে কর্মপটু

বের করা কাজ

ঘরের ভিতরে আহা বাষ্পটি না জমে

না জমুক ‘ও স্বেদবিন্দু!’, ছেড়ে চলে যাওয়া


তবু যা যা লেগে গেল দূর হঠো শুনে

ফ্যানটি বিগড়েছে আহা উহাদের মিলিত চয়নে



ডাইনিং


প্রেমিকা একটি কাপ কিনে দিয়েছেন

মৃৎবর্ণিকা

হাতল নেই, দেখলেই

 মনে হয় মাটির কলস


ধরলে আঙুলে লাগে গোধূলির দিন

উন্মুক্ত বিকেলের ধার

রাস্তার চা


বাহির তো নেই আজ স্মৃতিটুকু আছে

মন্তব্যসমূহ

Shaan বলেছেন…
ব্যালকনি কবিতাটা বারবার পড়ছি! ❤️

জনপ্রিয় লেখা