সাংস্কৃতিক ক্ষয় এবং ফ্যাসিবাদ-বিরোধী সংখ্যায় লিখছেন কারা?



ফ্যাসিবাদ- আজকের শব্দ নয়। এই সমাজ বা রাষ্ট্রব্যবস্থায় দীর্ঘকাল ধরে চলে আসা এটি একটি ভয়াবহুল দিকনির্দেশ। যা হিংস্র করে তোলে আপামর মানুষকে। ফ্যাসিজমের লেজে পা দিয়ে মানুষ ভুলতে বসে মানুষেরই কথা, প্রভাবিত হয় চারপাশের ভয়ংকর পরিস্থিতি নিয়ে। কেউ শিকার হন, কেউ স্বীকার করেন। দিনে দিনে বাড়তে থাকে ক্ষয়। এই ক্ষয় কি আমাদের বাংলা সংস্কৃতি বা সাহিত্যে পড়েনি? পড়লে কীভাবে? ইতিহাসই বা কী বলে? বর্তমান অবস্থাটি কেমন? উত্তর খোঁজার চেষ্টা করবে আঙ্গিক।


গত আটবছর ধরে আঙ্গিক এমন কিছু বিষয় পাঠকের নজরে আনতে চায়, যে ‘কাজ হয়তো সচরাচর হয় না’। সময় তাকে গ্রহণ না করলেও পরবর্তী প্রজন্মের জন্য অপেক্ষা থাকে খানিক। যেখানে একদিন আলোর রং দেখা যাবে ঠিক। এও এক ধরনের স্বপ্ন। ‘ঋতুপর্ণ ঘোষ’, ‘নিষিদ্ধ’, ‘ভাঙতে ভাঙতে কবিতা এখন’, ‘পাঠক’- এই বিশেষ বিষয়ভিত্তিক সংখ্যাগুলির মাধ্যমে আপনারাই ঠিক করে দিয়েছিলেন সাম্প্রতিক লিটল ম্যাগাজিনে আঙ্গিকের অবস্থান। কথা কখনোই একরৈখিক হবে না, সমস্ত পরিস্থিতিতেই তাকে কথা বলতে হবে। হয়তো আমরা কথা বলতে ভুলে যাচ্ছি। সমস্ত দিক বিচার করেই আঙ্গিক সিদ্ধান্ত নিয়েছে এই সংখ্যাটির কথা। সাংস্কৃতিক ক্ষয় এবং ফ্যাসিবাদ-বিরোধী সংখ্যা। যাঁরা লিখছেন বা যাঁরা ভাবছেন, তাঁদের একটা সম্ভাব্য তালিকা দেওয়া হল। চমক থাকছে আরও। সঙ্গে থাকুন। 

(ছবিতে ক্লিক করুন)

আঙ্গিকের এই যাত্রাপথের সঙ্গী হতে চাইলে কিংবা হাতে হাত ধরতে চাইলে যোগাযোগ করবেন ৭০৭৬০৫২৪০৮ নম্বরে। 

মুখচ্ছবি- পারিজাত ব্যানার্জী 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা