ঋপণ আর্য
ঋপণ আর্য'র চারটি কবিতা
ভুল বশত মেঘ করিনি ১
নিজের রায়কে এভাবেই দংশন করি
মাঠের পিঠে চাপিয়ে দিই
নিজের রায়কে এভাবেই দংশন করি
মাঠের পিঠে চাপিয়ে দিই
বহুতল ডাকাডাকির ঝুল।
বারান্দার ছানি কেটে
সাড়া দাও
বারান্দায় এসো অন্তত
গাছ ধর্ম আমারও ভাল লাগে
সঞ্চারিত শাখা প্রশাখায় এসো হে
স্বার্থের সীমানা আরও বাড়ুক
স্বার্থেই জয় নামে
গলগল করে চাঁদ
সব জল মহাকাশ
সব তারা দংশন গিলে নেওয়া মাছ
মাঠের ভেতরে তবু ভাগাভাগি হয়ে আছে অনেক মাঠ
বারান্দার ছানি কেটে
সাড়া দাও
বারান্দায় এসো অন্তত
গাছ ধর্ম আমারও ভাল লাগে
সঞ্চারিত শাখা প্রশাখায় এসো হে
স্বার্থের সীমানা আরও বাড়ুক
স্বার্থেই জয় নামে
গলগল করে চাঁদ
সব জল মহাকাশ
সব তারা দংশন গিলে নেওয়া মাছ
মাঠের ভেতরে তবু ভাগাভাগি হয়ে আছে অনেক মাঠ
ভুল বশত মেঘ করিনি ২
একটা রাস্তায় পাহারা দিত বাঘ
একটা রাস্তায় ল্যাম্পপোস্টের লোকালয়
একটা রাস্তায় এমন সব কল্পনা পাহারা দিত
একটা রাস্তার নদী যেন মরে গেছে
ঢুকে গেছে সমুদ্রের নোনা
এমনই
রাস্তা বদল
সমাজ বদল
পুত্র শোক বদল হল তবু?
হারানোর উপমা শুধু বেড়েছে অনেক
মনযোগ হারাচ্ছে কেন জানো না?
উপায় জানো না শুধু।
একসাথে পাঁচ পথে হাঁটতে গিয়ে
নিজের কাছে কেবল নিষ্ঠুর হও!
বাঘে কী চাপে পড়ে চেখে দেখে
বাঘের মাংস?
মানুষে চেখে দেখে মানুষের অস্থি,মজ্জা, মাংস
ইতিহাসও খেয়ে ফেলে
রাস্তা হজম
রাস্তা কেন যে নিজেকে এখনো পাহারা দিতে শিখে ওঠেনি
পারাপার
কিছু ফুল ফুটে আছে
সুপ্রভাতে
কিছু ফুল ঝরে আছে
সুপ্রভাতে
কিছু ফুল ফলের জন্য আসে না
সময় এমনই এক ফল
বসন্তেও বারান্দা ভাব
ঝেড়ে ফেলে
গাছ থেকে মাটির দূরত্ব ঝেড়ে ফেলে
এমনই নির্বিকার...
বারান্দা তার
অনভিজ্ঞ ফুল।
ভাবে যেন একদিন
তোর খোঁপা চড়ে
পেরোবে দেওয়াল
বসন্তেও বারান্দা ভাব
ঝেড়ে ফেলে
গাছ থেকে মাটির দূরত্ব ঝেড়ে ফেলে
এমনই নির্বিকার...
বারান্দা তার
অনভিজ্ঞ ফুল।
ভাবে যেন একদিন
তোর খোঁপা চড়ে
পেরোবে দেওয়াল
কাচের চুড়ি
কেনও তুমি ভেঙে যাও
ঝনঝন পতন আমার ভাল লাগে না
ক্ষণস্থায়ী থাকাগুলো তবু কেমন
শেকড় গেড়ে যায়!
গলে যাও যেভাবে হাতে অবলীলায়
আমি তো গলতে পারি না
ভাঙতেও পারি না
এমনই নির্দেশক আমি
ঝনঝন পতন আমার ভাল লাগে না
ক্ষণস্থায়ী থাকাগুলো তবু কেমন
শেকড় গেড়ে যায়!
গলে যাও যেভাবে হাতে অবলীলায়
আমি তো গলতে পারি না
ভাঙতেও পারি না
এমনই নির্দেশক আমি
হিমির খোঁজে নির্দেশক
এখনো সজাগ হয়ে রাস্তা পেরোচ্ছে
যেভাবে এই লেখাটুকু মিনিট পেরোলো
দু'মিনিট থেকে যাও হাতের তালুতে
রক্তাক্ত হও কাচের গুড়ো
চুরি হও
আর
চুড়ির মুহূর্তদের পারলে ফেরাও মেলায়
এখনো সজাগ হয়ে রাস্তা পেরোচ্ছে
যেভাবে এই লেখাটুকু মিনিট পেরোলো
দু'মিনিট থেকে যাও হাতের তালুতে
রক্তাক্ত হও কাচের গুড়ো
চুরি হও
আর
চুড়ির মুহূর্তদের পারলে ফেরাও মেলায়
মন্তব্যসমূহ