দু'টি কবিতা | শোভন মণ্ডল | আঙ্গিক, মে, ২০১৯
মৃত শহর
আমাদের চেনা মানুষগুলো শুয়ে আছে ক্ষত বুকে নিয়ে
সেতুর এপার আর ওপারের ঘটনা, আমি দেখছি
সূর্যের আড়ালে গণকবর সব নরম মাটিতে এখনো দগদগে
স্পষ্ট নয়, ধোঁয়া... যেভাবে চুপিসাড়ে ঘোষণা হয়ে যায় যুদ্ধের
তেমনি নেমে আসে বারুদের গন্ধ নিয়ে বিমান, এপারে ওপারে, সর্বত্র
শুকিয়ে যাচ্ছে ফুল, প্রেমের কবিতা, যা কিছু বুকের নীচে থেকে উঠে আসে
সবকিছু। ক্রমাগত হারিয়ে যায় গোপন আলাপ
নিঃশেষ হয়ে আসে আমাদের চোখ, আর কিছু কথা রাখারাখি
জানো তো, সুখবরের কোন আগাম পূর্বাভাস নেই
শুধু জানি, সব ঘড়ি থেমে গেলে শহর মৃত হয়ে ওঠে...
দ্বিরাগমন
ঘুমন্ত পাখিদের ডানা খুঁটে বেলা গড়ায় চরাচরে
এখানে অবিশ্বাস্য পটভূমি বলে যা কিছু টাঙানো আছে সাইনবোর্ডে
সে সব আসলে চেনা চেনা আদিখ্যেতা ছাড়া কিছু নয়
ঘুমের ঘোর এখানে কচ্ছপের চিৎ হয়ে শোয়া
হাঁসচরা দিঘির নীলে বাতাবি লেবু ভেসে যায়
সানাই-এর সুর জুড়িয়ে এসেছে সবে
এ পথ দিয়ে যে মেয়ে গিয়েছিলো সুসজ্জিতা
দ্বিরাগমনে এসে শানের ঘাটে আঙুল গোনে
দিঘির জলে সাঁতার কাটে তার আদুরে মেয়েবেলা
মন্তব্যসমূহ