কবিতাগুচ্ছ | পার্থজিৎ চন্দ | আঙ্গিক, মে, ২০১৯
আগুনকর্পূর
টিলার আড়ালে অপসৃয়মান
তার মুখ চকিতে একবার
দেখা গেল
সোনার দাঁতের ফাঁকে আনা
আগুনকর্পূর
কুশল স্পর্শের মতো
কাঁপছে হাওয়ায়
তরুণ ভিক্ষুর শান্ত অশ্রু
কেন চায়? কাকে চায়?
গোল্ডেন ট্রাউট
মনে পড়ে অভিশাপ
নীল রঙ। দূর মনাস্ট্রির মতো
রহস্যের ছায়া
পাহাড়ে পাহাড়ে ঘোরে
বর্জাইস, হলুদ চোখের
ক্ষীণ আলো কূট
গিরিখাতে নেমে যায়
তোমাকে বোঝে না
বহুদিন পর শুধু
মনে পড়ে যাবে
সেবার সামারে
যে হোটেলে রাত কেটেছিল
তার নাম গোল্ডেন ট্রাউট
শেষ ক্যাম্প
শ্বাসকষ্ট, এতো
সাদা গুরাসের পাশে
রডোডেনড্রন। ট্রেকার্স-হাটের
দরজা জানালা খোলা। হুহু করে
মেঘ ঢুকে সারারাত
ভিজিয়ে দিয়েছে, প্রায়
সফল হবার
দু-একশো ফুট নীচে
কতবার আমাদের
থেমে যেতে হবে ঈশ্বর জানেন
নামতে নামতে
আরও ঘন মেঘ
ঢেকে যাওয়া পিক
আমাদের ঘিরে অবিরাম
বজ্রপ্রপাত
ত্রিপিটক
স্মৃতি প্রতারক
না-হলে জানার কথা
ঝোরার ওপর
আমাদের নিখাদ শরীর
জেগে উঠেছিল।
তমোহন্তা তলোয়ার
কালপুরুষের –
ঝোরার গভীরে শুয়ে
পাহাড়ী জোনাকি। ধকধক
করে, নিজেকে শানায়
মনে পড়বার কথা
যে গ্রামে বাগান নেই
তার কোল থেকে
কমলালেবুর
আভাটুকু কিনে
আমরা ফিরেছি
স্মৃতি এক লুপ্ত ত্রিপিটক






মন্তব্যসমূহ