কবিতাগুচ্ছ | বিবস্বান দত্ত | আঙ্গিক, মে, ২০১৯
শীতের রাত যেখানে শুয়ে থাকে তার নাম দূর
আর অন্ধকার নিজেই এক গাজন মেলা।
হাওয়ায় আগুন গন্ধ নির্জন চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে
এই দেশে
আছি
এখানে প্রলম্বিত ঘুম উনুনে সেঁকে নিচ্ছে রুটি
আর নতুন মেয়ের ঘ্রাণ লুকিয়ে বিশ্বাস ফিরে আসছে নীড়ে
এখানে আমি আমার সমস্ত চুম্বন লুকিয়ে রাখছি গাছের কোটর
বিষধর যেমন আগলে রাখে নিভৃত বিষ
আর সকাল ঘরে ফিরলে রাত বলে
এই দ্যাখ, এত মেয়ে , এত শরীর, এত নেশা
তবু তুই কিছুতেই শান্তি পাচ্ছিস না!
ধ্রুবপদ
তোমার নাম কী?
বিবস্বান
গতকাল তোমার কী নাম ছিল?
বিবস্বান
আগামীকাল?
বিবস্বান
অলীক চাকরি পাব না বলেই স্বপ্ন দেখি
মেঘনাদ বধের মত প্রলম্বিত ছান্দস ইন্টারভিউ পেরিয়ে যাচ্ছে মেঘ
ওর বুকে জমানো আছে এক সুপ্রাচীন প্রেমিকের দীর্ঘআশ্বাস..
চাকরিসূত্রে অলকা
আজ কাল পরশুর নাম এক থাকলেও
হে চিরায়ত ইন্টারভিউ বোর্ড
দেখো, কালে কালে আমার সর্বনাম কেমন বদলে যাচ্ছে!
তা নিয়ে প্রশ্ন করলে, সত্যি
নির্দ্বিধায় ফেল করে যাব
ঋতু-বিষয়ক
ঝাঁপ তালে বৃষ্টি পড়ছে। ছাঁটে ভিজে যাচ্ছে ঘর। উড়ে যাচ্ছে বইয়ের পাতা
চোখ বন্ধ করলে বৃষ্টির পায়ের শব্দ
আস্তে আস্তে নিভে আসে
আমি দেখতে পাই কবেকার গাছ
গা দিয়ে গড়িয়ে পড়ছে জল
আমি দেখতে পাই সদ্য স্নাতা পাতা
নতুন প্রেমের মত সবুজ
হ্যাঁ,
সেই ঝুপঝাপ প্রেম চলে আসে
যত মেয়ের প্রেমে পড়েছি এই আদিগন্ত ছাব্বিশ বছর
তাদের সবার নাম বর্ষাকাল
শূন্য থেকে শুরু
শববাহী গাড়ি দেখলে মনে হয় উঠে পড়ি গিয়ে
ঘুমের মতন যেন বিছানার বসে থাকা নিয়ে
ঐখানে পড়ে আছে গড়িয়ে সে রেখে দেওয়া জল
অনন্ত পুড়ে যাচ্ছে বিশ্বাসে কাঁচের ভেতর
আশে পাশে চেনা মেয়ে নিয়তই ঘুরে ঘুরে বলে
ওরা সব ভুল করে নেমে গেছে শবযান থেকে
আরবার উঠে পড়া সন্ধের ডানা মেঘ হাওয়া
শব রেখে সব নিয়ে চলে চলে চলে যায় তারা
অ-সহজিয়া
সহজ কবে
সহজ হবে ব্যথা
আড়াল এসে হাত রেখেছে হাতে
বলছে তুমি গহীন নীরবতায়
রোদ বেড়ে দাও ক্ষুধায় কাতর পাতে
সহজ কবে সহজ হবে আলো
বলবে তুমি ঈর্ষাকাতর খুবই
অন্ধকারের সুযোগ নেওয়াই ভালো
লুকিয়ে ফেল গোপন রুটি রুজি
এবার যখন লড়াই হবে জেনো
মার খেয়ে আর ফিরবে না সেই ছেলে
সেও তো গেছে গহীন রোদের বাঁকে
কড়ি খুঁজতে । দুঃখগুলো ফেলে
মন্তব্যসমূহ