তিনটি কবিতা | সেখ সাদ্দাম হোসেন | আঙ্গিক, মে, ২০১৯
এপিটাফ
মাঠে গোলপোষ্ট আর গোলকিপারের সখ্যতা
হাফটাইম যেভাবে নষ্ট করে দেয়
দর্শক না, একমাত্র ফুটবলটি বোঝে- এ অন্যায়
কমলালেবু
খোসা ছাড়ানোর পরেও চিহ্ন রয়ে গেছে
ভালোবাসা এমনই আঘাত
পরিমিত হিংসায় রস চুসে খাও, প্রাক্তন আঁতাত
সতীদাহ
দাদুর চিতায় তাঁর প্রিয়তমা আমগাছটি
দাউ দাউ করে জ্বলে উঠছে, এক নিঃশব্দ কল্লোল
ঠাকুমার দুইচোখে তখন- দুইরকম জল
মন্তব্যসমূহ