সুপ্রসন্ন কুণ্ডু | আঙ্গিক, মে, ২০১৯



ঘরবাড়ি কথার আদল




মিথ্যে কথার ফাঁসে লোক জড় হয়
বৃষ্টি গড়ায় মুখ থেকে

গল্প পাড়ার প্রাণ,
  জল আসে দেহে

তোমাকে হয় নি বলা,
জলপ্রপাত এসে মাঠ ছুঁয়ে গেছে



রাতের সন্ত্রাস ভুলে ঘরে ফেরে পাখি
খুদ বেছে তুলে দেয় সন্তানের মুখে

আমাদের ঘুম নেই
মৃদু হাওয়া আসে গুমঘরে

পাখিরা কারোর নয়
আমরা তার অন্ধ সন্ততি



আমার পতন ধ্বনি
আমারই অবচেতনে খেলা করে
প্রতি রাতে টের পাই চোরা টান
তুমি পাহাড় নিবাসি

কথার আড়ালে বাঁচে আরো এক মধুমাস

প্রহর কাটলে এসো, ভাত খাব
ভুলে যাব পতনের কথাকার তুমি, সিন্ধু নিবাসি



প্রহর পেরিয়ে গেলে ছায়া নামে দেহে
শুভেচ্ছা হারিয়ে ফেলে ওম

ঠিকানা বিহীন এক মোমের সংসার
খুঁজে ফেরে দোলাচল, কিছুটা সম্ভ্রম

তাবিজ কবচে ঢাকা এ পোড়া শরীর
যার, সেই বোঝে
    ছায়া নয় 
পোশাক বুনতে জানে মৃত্যু নিশ্চয়ই



মেঘেরও কান্না পায়, ক্লান্তি জমে ওঠে

দু-দন্ড জিরিয়ে নাও চায়ের আবেশে
মতামত নাই থাক, মথ হয়ে বাঁচো এই প্রাচীন শহরে

কতিপয় গুপ্ত ঘাতক,  শহর মানুষই শাসন করে

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা