অনিমিখ পাত্র
আলো দেখার নেশা
৩৩.
কংসাবতীর তীরে একা একটা ফড়িং নাচছে
তাকে রবীন্দ্রনাথের গানে মার্জনা করো
থাকতে পারোনি, এই দু:খ ওই দৃশ্যের নির্জনতা মুছিয়ে দিয়েছে
৩৪.
মনের পেখম আর আলো দেখার নেশা
চাওয়া বলতে এই, তাতে ধরে যায় জগৎসংসার
নিজের ছায়ার থেকে ঘুরেফিরে সন্ধ্যাবেলা নিজের ছায়ায় গিয়ে মেশা
৩৬.
পথও প্রণাম করে। মানুষের পায়ে পায়ে পড়ে থাকে উপুড়মুদ্রায়
মানুষ পথের হয়ে দেখেনি কখনো। আপন গৃহের ঘ্রাণে তাড়াতাড়ি সূর্য নিভিয়েছে
সে ফিরতিপথের রাজা। কে তাকে থামায়?
৪০.
রাস্তার দু'ধারে গ্রাম নেভানো রয়েছে
শেষ হয় না, শব্দ হয় না, এই রাস্তা স্নায়ুতন্ত্রী খায়
গ্রামজীবনের পর অনন্তকাল ধরে বৃষ্টি পড়ে যায়
৪১.
গড়িয়ে গেছি অভিপ্রায়ের মতো
যে টিলার দিকে তার শীর্ষে সেই আমিই দাঁড়িয়ে
রয়েছি বহু আগে থেকে। পৌঁছলে জানাবো স্বাগত
৪২.
আমাকে ভুলিয়ে রাখে ছুটিছাটা, স্মিতবাক্য, আলোর ভণিতা
একফর্মা বই আমি, সহজেই পড়ে ফেলা যায়
তবু কি আমাকে পাবে সহজেই ষোলোটি পাতায়?
মন্তব্যসমূহ