প্রসূন মজুমদার
টান
নিষেধের দিকে যত টান।
শিশুর সরল।
সম্পর্ক - সাঁকোর সরু রাস্তা লোভাতুর।
ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাকে বিদ্ধ করে দেখা,
একা ও আরেক একার দিকে জল...
যেভাবে সাপের যাত্রা তারই মতো অথবা অন্যের।
ফল,দিব্য রাজহংস। জল ও দুধের জানা মিথ
এই গুপ্ত ভিত
প্রিয় স্তন,কোমলের ঘুমের আরাম।
নিষিদ্ধ - পাড়ার মতো দূর দিয়ে ভেসে যাওয়া ট্রাম।
মৃত্যুবীজ,চেতনা-ট্রাপিজ,অধিকার
এই- মাত্র সার।
বাকি সব, অসম্ভব, অসংজ্ঞাত,কামনার ফল।
নিজস্ব উনুন
উদযাপন।বাতুলতা। মিথ্যার ভিতরে কুরে শাঁসালো বিদ্যুৎ ঝোড়ো হাওয়া
যাওয়ার ছায়ার জল ফোঁটা ফোঁটা ফোটনের তেজে
নিষ্ফলতা-প্রিয়।রুগ্ন, ব্লেডে দষ্ট, জিভের অসাড়।
বিনম্র হরিণ যদি বিন্দুবৎ দূরের প্রখর
একার উনুন,নিজে, নিজের আখর, ভিজে খড়।
যাওয়ার ছায়ার জল ফোঁটা ফোঁটা ফোটনের তেজে
নিষ্ফলতা-প্রিয়।রুগ্ন, ব্লেডে দষ্ট, জিভের অসাড়।
বিনম্র হরিণ যদি বিন্দুবৎ দূরের প্রখর
একার উনুন,নিজে, নিজের আখর, ভিজে খড়।
উদ্বাস্তু
ছায়া। আশ্রয় ও অন্ধকার।
আলোর বিরুদ্ধ- জলে চলা।
অনেক পথের গুঁড়ো কাঁকর বাতাস
ধানের উপরে ঝাঁটা, কুলো।
কে যে স্পষ্ট? কে যে দষ্ট ছায়া?
ধুলোর চুল্লিতে ছাই-এ আয়ু।
ঘূর্ণির গভীরে, ঘুমে স্নায়ু
দুরূহ নিবিড় ভণিতার
অনুষঙ্গ। বাদুড়। দাঁড়াশ।
ছায়ার ভিতরে, জলে হরিণ নিষ্ফলা
সামান্য নারীর ঢং-এ, তুলো।
অতঃপর ভুল সূর্যোদয়। কাহিনির আদিম আড়াল।
ছায়া সরে,রঙ - এর জাঙাল।
শিকারি বাঘের চাপা শ্বাস।
অন্তহীন স্তব্ধ মহাকাল।
শুধু জলে ভাসা
লিপ্তপদী হাঁসের মতোন নির্লিপ্তির দিকে ভেসে যাওয়া।
এই জল ছায়াভস্মময়।
এই ছল সমুদ্র ক্ষুধার।
অলস - বাতাস,শান্ত,নির্ভারতা, ভাসার সময়।
ধূসর পালক থেকে যেইভাবে ঢেউ জন্মে, তার
বিনির্মিত নাভির সুবাস যেন পথ।
কোথাও বাঁধন নেই,নেই কোন নির্মিত শপথ
কেবল জলের সাথে নিচুস্বরে কথা বলে শিশির রাতের মৃদু হাওয়া।
লিপ্তপদী হাঁসের মতোন নির্লিপ্তির দিকে ভেসে যাওয়া।
এই জল ছায়াভস্মময়।
এই ছল সমুদ্র ক্ষুধার।
অলস - বাতাস,শান্ত,নির্ভারতা, ভাসার সময়।
ধূসর পালক থেকে যেইভাবে ঢেউ জন্মে, তার
বিনির্মিত নাভির সুবাস যেন পথ।
কোথাও বাঁধন নেই,নেই কোন নির্মিত শপথ
কেবল জলের সাথে নিচুস্বরে কথা বলে শিশির রাতের মৃদু হাওয়া।
মন্তব্যসমূহ