সমরেশ মুখোপাধ্যায়
সমস্ত রুটির গায়ে পোড়া পোড়া দাগ
১
কী করতে চাই
না বুঝেই এদিক ওদিক ছুটি
এর সঙ্গে দেখা করলে কি হবে
ওর সঙ্গে কথা বললে!
ফোন মেসেজ হোয়াটস অ্যাপ
ফেসবুক টুইটার...
আগে যা ছিল ঝড় বৃষ্টি রোদ্দুর...
২
বহুদিন পর দেখা হল
চিনতেই পারল না...
তাই হয়?
মাকড়শার জালের দিকে উড়ে যাচ্ছে পোকা
স্বভাবিক। নিস্তরঙ্গ এই যাওয়া।
ছটফট করার আগে
এই ছটফটই হল জীবন!
৩
প্রতিদিন ওঠা আর নামা
আলোতে ও
অন্ধকারে দেখি
বুঝি আরও অনেক
আলো আর অন্ধকারের চক্র
ঘুরপাক খাচ্ছে
চতুর্দিকে...
মন্তব্যসমূহ