অশোক ঘোড়ই



আঙ্গিক ব্লগ, জুন ২০১৮

?

পিয়ানো যিনি বানান
তাঁর দুটো হাত শীর্ণ,বহুদিন

বাজারের দিকে যেতে হবে

কাঠের দোকান জানে
পিয়ানোর দাম?



ভুল

তোমার গন্ধের দিকে যেতে যেতে
পথ ভুল হয়

প্রয়োজনীয় হাওয়া খুঁজে নিতে
গাছেদেরও নাভিশ্বাস ওঠে



আলো

আলো আর কিছু নয়,
আগুনের শোক



তথ্য

পৃথিবীর সব ফুল অবৈধ সন্তান



ফেরা

কতটুকু বলতে পারি? শুধু 
চোখ বন্ধ করে যা দেখেছি,
অনাথ বিড়ালশিশুটিকে করাতকল
কাটতে চেয়েছিল,দুখন্ড বিড়ালশিশুটিও
ডাকতে চেয়েছিল,মিয়াও

এক অন্ধ জাদুকরকে একশিশি সুগন্ধি দিতে গিয়েছিলাম এক ঝড়-বৃষ্টির
সন্ধেবেলা

আর ঘরে ফিরতে পারিনি

শুধু
চোখ বন্ধ করে যা দেখে গেলাম,
অনাথ শালিকছানাটিকেও করাতকল
কাটতে চেয়েছিল,দুখন্ড শালিকছানাটিও
ডাকতে চেয়েছিল কিচিরমিচির

দেয়ালে গর্ত করেছে একটি আড়বাঁশি
আর পৌঁছে দিয়েছে তোমার ডাক


এবার হয়তো কোথাও না কোথাও 
ফিরতে পারবো,দেখি

মন্তব্যসমূহ

SOUMANA DASGUPTA. বলেছেন…
অসাধারণ কবিতা। সাধু সাধু

জনপ্রিয় লেখা