সৈকত সরকার


নববর্ষ ১৪২৫- ৯ 




অমাবস্যার ডিঙি






কথা বলতে বলতে দুটো নৌকো দুদিকে সরে যায় 
শব্দ কমে আসে হ্রদে, ছিপের যথার্থ রঙ জেনে
ঘেমে ওঠে জল আর মাছেরা আঁশের ঘুঁটি গোনে


 ২


পরিযায়ী অভ্যেসে তোমার নোঙর ফেলা মানা
ঘাটের পাথর জানে কোথায় মিশেছে মিনারেল
হাত খুলে মেলে ধরো, উড়বে,  ওড়াই বন্ধুতা
নাহলে তো শব্দেও প্রবীণ রাতের কাঁথা ছিল


 ৩

অন্ধকার আর অন্ধকারের মধ্যে একটা বৃত্ত আবিষ্কৃত হল

তার ব্যাসার্ধ বরাবর হেঁটে এলে তোমাকে কোণাকুণি দেখা যায়
মুখের কাছে মুখ ফিরে এলে যেসব ত্রিকোণরোগ সারে 
তুমি তাদের ধন্বন্তরী হও


 ৪


ভোর ভোর উঠলেই এক পাক দেওয়া আলো তোমাকে শুইয়ে দেয়
অন্ধ হতে হতে জেগে থাকার উত্তেজনায় উঠোন নিস্তেজ
অন্তত দংশনের পর তোমার নীল অভিসন্ধির  কাছে আমাকে জেগে থাকতে হয়

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা