মনোজ দে
নববর্ষ ১৪২৫- ৮
সঙ্গীত মিডিয়াম
৮
জলসা। একটা বৈদ্যুতিন যন্ত্র
কী বিস্ময়ে তোমার ইশারা টেলিকাস্ট করে
অথচ সে সঙ্গীত জানে না
নিশ্চয় দুএক ফোঁটা থুথু ছিটকে লাগে
আর আমরা কতকাল
নিরলস চুম্বন করেছি, নিজেদের
৯
তুলনা হয় না
এ ব্যর্থতা, কোনো তুলনা হয় না
তবুও কবিতা লিখি
আহ্লাদিত হই
প্রতিষ্ঠান তুমি
যখন রেওয়াজে বসো
ঠিক বিকেল পাঁচটায়
১০
এ প্রণয় চিরস্থায়ী নয়
মেহফিল সাজিয়ে বসে
আমার ব্যর্থতা
কিভাবে তোমার পরিচিত!
শুনি। শুনে যাই
তবুও নিজেকে মনে হয় না নাদান, তুচ্ছ
১১
তোমার অনুপস্থিতি
মাঝেমাঝে রসদ জোগাই
গান গাই। ব্যাকরণহীন সেসব আহ্লাদ
রাজা মনে হলে, আরও আরও গান
উঁচু হতে চাই। আরও আরও উঁচু
তোমার রাগের উচ্চতা ছুঁতে না পেরে
ভেঙে যায় সমস্ত বেহাগ
১২
গান শেষ
তুমি আবারও ভীষণ সাধারণ
হেঁটে যাও। গ্রিনরুম
যাবতীয় আলো নিভে এলে
তোমার বিনুনি যেন নিখুঁত ইমন
মন্তব্যসমূহ