দেবব্রত কর বিশ্বাস
বিষাদের
সন্তান
১।
শিরা
ফুলে উঠেছে হাতে। পুরনো স্নেহের।
হাতের
বাইরে চলে গেছে দিকবিদিক জ্ঞান।
এমন সময়
কী করা উচিৎ ছিল আমার?
বিচ্ছেদের
কপালে চুমু খাওয়া।
বিচ্ছেদের
পা টিপে দিতে দিতে বলা,
আগামী
জন্মেও আমার বিধাতা হয়ো তুমি।
২।
বিষাদের
বয়স হয়েছিল ঠিকই।
তবে চলে
যাওয়ার বয়স সেটা নয়।
এই
বয়সেও অনেকে হেঁটে-চলে বেড়ায়।
প্রেম
করে। মাটিতে গাছ পুঁততে গিয়ে
আবিষ্কার
করে বিশল্যকরণীর মাঠ।
আরোগ্যের
ঠোঁটে হাত রাখে হাসি।
নিরাময়ে
জন্ম নেয় নতুন সব সংসার।
মন ভালো
হয়ে যায় বিষাদের,
চলে
যাওয়ার সময় হয়ে আসে।
৩।
বোধি
বসে আছে বৃক্ষের তলায়
তারও
নীচে, মাটির গভীরে
যার
ধ্যান, তার নাম উদাসীন?
৪।
আজকাল
ফেরার কথা ভাবতে ভালো লাগে।
ফেরার
কথা ভাবলে বাড়ির কথা মনে পড়ে।
তার
বাগানের গাছে ফল হলে মনে হয়,
নিজেকে
নিজের কাছে ফিরিয়ে আনা ভালো।
কাছে
গিয়ে, হাঁটু মুড়ে ব’সে
নিজের মাথায়
হাত বুলোতে বুলোতে
গন্ধরাজ
স্বপ্নের দিকে ঘুমিয়ে পড়া ভালো।
৫।
বেশি
দেরী কোর না আর, কেমন?
বেশি
রাতের দিকে গর্ভ ভারী হয়।
রাস্তায়
ঘুম নিয়ে শুয়ে থাকে আলো।
বেশি
দেরী কোর না আর, এসো
আমাকে
ডাকো, আমাকে ডাকো বিষাদ
আমি আর
ব্যস্ততার ভান করে
কোনোদিন
তোমাকে এড়িয়ে যাবো না।
মন্তব্যসমূহ