মনোজ দে

সঙ্গীত মিডিয়াম





৫.

যাবতীয় জ্ঞান, ব্যাকরণ
কেবলই বিষাদ মনে হয়

অভিমানে
ফোন বেজে যাওয়ার মুহূর্তে
যখন রাগসঙ্গীত শুরু হয়


৬.

নিরক্ষর কূল
বাদামী বর্ণের ছেলে
রেওয়াজে মানাতে পারেনি সে

বন্ধুরা রেসিস্ট বলে ভুল করে



৭.

যেন প্রিয়তম সিলেবাস

চোখ বন্ধ হলে ভেসে ওঠা আরশি

বাবু হয়ে বসি। আদরে তাকাই
তবু উঠে যেতে হয়
ফিরে যেতে হয়

কোনো এক অজানা পাপবোধে
তোমায় বিষয়ে রাখতে পারিনি

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা