দেবর্ষি সরকার
১
ধীর হও কৃ্তকর্ম
যেভাবে মাংসল দেহে ডুবে যায় মাছ
সমুদ্রের কথা শুনে প্রভূত খেউড় আর বালি আর
পরিমান মতো নুন ভেসে ওঠে প্রেমিকার চোখে
কিছুটা উজ্জ্বল এক পরিযায়ী নাবিকের গ্রহ -
ফিরে আসে দেবদূত ঠিক সেই পথে
আপাতত ভাষার অতীত
গমনেরও অতীত প্রহরে
তার প্রিয় বাঁশফুল ফুটে আছে গতজন্ম থেকে
২
নিজেকে কৃতার্থ করি
নৌটাঙ্কিওয়ালা সেজে মুখ ধুই কমোডের জলে
এতটা তৎপর বলে যাবতীয় ছলাকলা সেরে
বেশ্যার চিরুনী আর দালালের গমনেচ্ছা থেকে
বহুদূর হেঁটে যেতে যেতে
কাদা ছোঁড়াছুঁড়ি দেখি। বিনিময়ে স্তব্ধ হই
রেণুর প্রাধান্য ঠিক বোঝা যাবে এমন সময়
বিকেলের ফুটব্রিজ কেঁপে ওঠে অনুপুঙ্খ জ্বরে
এত ভারী স্তন আমি স্বচক্ষে দেখিনি, তবে
আমাদের প্রেমিকার কাছে কিছুটা কুন্ঠিত যেন
এ সিদ্ধান্তে উপনিত হই
হাওয়া, দিখন্ডিত এক সৈনিকের পাশে
শববাহী গাড়ির জমিতে
অগুরুর গন্ধ নিইয়ে ছিনিমিনি খেলে
কতটা নিতান্ত আমি। কতটা নাদান!
পূর্বপাঠ থেকে বোঝা যায়
৩
নিপাতন ঘটে গেল তবে?
আপাত তরল চোখ ইতিউতি হদিশ পেল না
ওগো বিশারদ এসো
কুহকের পেটে লাথি মেরে তুমি এসো নেচে নেচে
নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু গঙ্গাজল মুখে ফেলে
টিপে টুপে দেখো অবয়ব
এখানে পরম-পিন্ড সুতোয় ঝুলিয়ে রেখে বনে গেছে কানা বিদূষক
সে প্রথম অঘোরচাঁদের বাড়ির দাওয়ায় বসে
মায়াবী শিশুর ওড়াউড়ি দেখে ফেলে চোখ বন্ধ করে
তারপর থেকে তো নিখোঁজ!
মাটির ঘড়ার পাশে অবশিষ্ট রঙিন পালক
খুঁজে পাওয়া গিয়েছিল বটে।
ওসব রসের গপ্পো যে শোনাতো সেই মরদের
হাতে পায়ে লাল-নীল সুতো বেঁধে গেরামের লোক
ফসলের মানত রেখেছে
সফল দন্ডের লোভে দেহ তার নুয়ে পড়ছে ভারে
সে তখনও অনর্গল বকে যাচ্ছে বিবিধ বিষয়ে
শুধুমাত্র হাততালির লোভে।
নিরাপত্তাহীনতাই যদি শেষ উপশম বলো,
যদি না বিষয় থাকে হলাহল ব্যতিত ভুবনে!
অথবা জড়ুল দেখে প্রেয়সীর ডানা মনে পড়ে?
তবে কি বিকেলবেলা আঁখিপ্রতি মরালীর গ্রীবা
বহুখন্ডে প্রচারিত যুবতীর অধিক কেঁদেছে?
আমি শুধু খামারের দরোজা পীড়িত ছোট ঘরে
লবণের স্বাদ ভেবে চেটে ফেলি অলীক নিশানা।
এসকল শুচিবায়ু ধারণায় মাখামাখি জিভে
নিপাতন ঘটে গেলে আর কোনও হদিশ থাকে না।
মন্তব্যসমূহ