সমীরণ সানা
সমীরণ সানা'র পাঁচটি কবিতা
কার্তিক
উপমায় যতটা সুদর্শন সে নিঃসঙ্গতায় ততখানি গাঢ়, ছাতিম সুলভ
প্রতীক্ষার ইতি পেরনো ধুমধামের রেশ টানছে একাকিনী প্রতিমা, সঙ্গতে বাংলা গান দিনভোর
রাতজাগা নিভু নিভু প্রদীপে তেল ঢালতে গিয়ে শ্যামা ভাবে
যত না জ্বালায় তারচে' নিজে জ্বলে
ঠিক যেন হেমন্ত, না সিলিং ফ্যানের না কাঁথার...
প্রতীক্ষার ইতি পেরনো ধুমধামের রেশ টানছে একাকিনী প্রতিমা, সঙ্গতে বাংলা গান দিনভোর
রাতজাগা নিভু নিভু প্রদীপে তেল ঢালতে গিয়ে শ্যামা ভাবে
যত না জ্বালায় তারচে' নিজে জ্বলে
ঠিক যেন হেমন্ত, না সিলিং ফ্যানের না কাঁথার...
একটা ছাতিমভাগ্য তার জন্য কি নয়?
চুম্বনক্ষণ
কিছু মুহুর্ত ক্ষণস্থায়ী
মাপা যায় না স্থান কাল পাত্রে
যেন কোনো নো ম্যানস ল্যান্ড
না তুমি না আমি
কেবল দুটি ঠোঁটের
স্পর্শময় ঘোর ছাতিমবিলাস
ভেতর ভেতর ক্ষয়ে যাচ্ছি আমি
তুমিও তার আঁচ পেয়েছ কিছু
মাপা যায় না স্থান কাল পাত্রে
যেন কোনো নো ম্যানস ল্যান্ড
না তুমি না আমি
কেবল দুটি ঠোঁটের
স্পর্শময় ঘোর ছাতিমবিলাস
ভেতর ভেতর ক্ষয়ে যাচ্ছি আমি
তুমিও তার আঁচ পেয়েছ কিছু
স্বর্গের মাঝেই বুঝি বিষণ্ণতা!
বর্ষা
একসাথে ভেজা হ'ল না
না সাওয়ারে না শ্রাবণে
আজীবনই বুঝি খরা, শুখা মরসুম!
একটা অপেক্ষাকে বিরহ ক'রে নদী বানিয়েছি,
বুকের মাঝে
শুধু আষাঢ় এলে এমন ছাপায়
দু'চোখে ধরে রাখতে পারি না।
দু'চোখে ধরে রাখতে পারি না।
কফি
বর্ষাও এলো আর কফিও
উষ্ণতা নিয়ে জেগে রয়েছে বাষ্পে
শুধু কিছু অঙ্কের সমাধান নেই ব'লে
বাষ্প হারিয়ে ঘুমিয়ে পড়তে হবে কাপেই।
চা
গতজন্মের শুকনো স্মৃতি মিশে যাচ্ছে উষ্ণ জলে
দহন,জ্বলন,নিষ্পেষনে রঙ ছড়াচ্ছে ক্ষয়ের কালে...
দহন বোধহয় গভীর হ'লে চিনির দানা প্রলেপ দেয়!
শেষ হ'তে আর একটু বাকি,
ততক্ষন
বাষ্পে না হয় খুশবু থাক।
বাষ্পে না হয় খুশবু থাক।
মন্তব্যসমূহ