সুমন বন্দ্যোপাধ্যায়
গ্রিনরুমের ভাঙা সংলাপ
(১)
কলাকুশলীদের মঞ্চ আছে
ভাঙা আয়নার একা সাজঘর
কান্নার পাশে পড়ে থাকে গ্লিসারিন
যন্ত্ৰণা অথবা রুজ
কোনকিছুই দীর্ঘস্থায়ী নয় বলে
কোনকিছুই দীর্ঘস্থায়ী নয় বলে
আলতার শিশি ভাঙে |রক্ত গড়ায় |
(২)
কালকের সিরাজউদ্দৌলা
আজ মেহেরআলি
আজ মেহেরআলি
বুকের ভেতর শুধু হাততালি বাজে |
দর্শক যে কথা শোনে না কখনো
সাজঘর তুলে রাখে অশ্রুত কান্না
সাজঘর তুলে রাখে অশ্রুত কান্না
সব ঝুট হ্যায় -তফাত যাও ,তফাত যাও |"
(৩)
নকল তলোয়ারের ধার থেকে
ডিরেক্টার বীভৎসতা বোঝাতেই
ডিরেক্টার বীভৎসতা বোঝাতেই
বিড়ির আগুনে বুক পোড়ালো মিস রেশমী |
ক্ষতের ওপর অভিনয় মাখাতে মাখাতে
কান্নার সিন উতরে দেবে নায়িকাৎ
কান্নার সিন উতরে দেবে নায়িকাৎ
চোখে জলও আসবে -গ্লিসারিন না এলেও |
(৪)
ইকোতে কান্না টেনে টেনে
প্রতি রাত্রে ধর্ষিতা হয় মধুবালা
প্রতি রাত্রে ধর্ষিতা হয় মধুবালা
ডায়াসে তখন মদনকুমার -যতদূর অট্টহাসি
এমনই আবহসঙ্গীত থেকে অভ্যস্ত সাজঘর
পর্দা কাঁপে |নিম্নাঙ্গ কাঁপে না আর |
পর্দা কাঁপে |নিম্নাঙ্গ কাঁপে না আর |
(৫)
মেকাপ তুলে ফেলতেই
চরিত্র নিজের মত একা
আবহে কেউ বাজে না কোথাও
ভাঙা মঞ্চ অন্ধকার গোছায়
সংলাপ নিজেকেই ভাঙে বারবার
সংলাপ নিজেকেই ভাঙে বারবার
ফ্লাডলাইট নিভে যায় চোখের আড়ালে |
(৬)
আবহসঙ্গীত না কাঁদলে
নায়িকার চোখে জল আসে না
খেলো হয়ে যায় ভিলেনের অট্টহাসি
সাজাহান হোক
অথবা বেদের মেয়ে জোসনা
অথবা বেদের মেয়ে জোসনা
আবহসঙ্গীত নিজেকে গুছিয়ে নেয়
বদলে যাওয়া ঋতুর মত |
বদলে যাওয়া ঋতুর মত |
মন্তব্যসমূহ