সম্পর্ক মণ্ডল

সম্পর্ক মণ্ডলের পাঁচটি কবিতা


শিকার
ঘিলুতে ডোবানো তির  পিতৃবৎ চামড়া দিয়ে
তৈরি ধনুক নিয়ে
বেরিয়েছি রাতের আঁধারে

যখন সোহাগী হরিণ কোথাও লুকিয়ে রয়েছে ঝোপের আড়ালে
আতঙ্কের বাঘ কোথাও অপেক্ষা করছে
সঠিক সময়ের নাম ধরে

এমন সময় শিকারে এসে রাতের সিঁড়িপথে নেমে যাওয়া ছাড়া
আর কোনও অজুহাত থাকে না

তাই বনের আঁধারে আঁধারে আঁধারচিত্র এঁকে
অবশেষে ভোরের আলোর আগে

চুপিচুপি অন্ধকারকে আজ
শিকার করে ফিরছি
              একা একা

তোমার বুকের ভেতর

তোমার বুকের ভেতর সোনার খনি আছে

দেখেছি কতবার কত বিপন্ন মুখ
নেমে গ্যাছে খনির গভীরে

তুমিও হৃদ-আলো জ্বেলে খনির গভীরে নেমে
গ্যাছো
গোপন সোনার লোভে

আজ দেখি হাহাকার শ্রমিক অসন্তোষ
তোমার হৃদয় জুড়ে

শূন্যতার কালো ধোঁয়া ভরে উঠেছে
সমস্ত খনিমুখে

বহুরূপী

এসেছো প্রভু তুমি
          গ্রীষ্মপীড়িত গ্রামে
এসেছো প্রভু তুমি
         আমাদের ঘুণধরা বাড়ির দরজায়

এখন কোথায় বসতে দি তোমায়
এখন কোথায় প্রভু
তোমায় আসন পেতে দি

তোমার গলায় সাপ ভয় দেখায়
তোমার জটার জলে আমাদের
বাড়ির মাটি সিক্ত হয়

এসেছো প্রভু তুমি আমাদের দীনঘরে
তোমার নকল জটা থেকে যেন বৃষ্টি আসুক
আমাদের মাঠে

তোমার গলার প্ল্যাস্টিকের সাপ আমাদের
মড়াইয়ের ইঁদুর ধরে খাক

এসো ভোলানাথ আমাদের ভাঙা ঘরে

তোমার আশীর্বাদে যেন আমাদের
ভরে ওঠে মাঠ

মৃত্যু

বারান্দার দিকে পা বাড়ালে ইহকাল পা ধরে টানে
ঘরে ভেতরে মাথা রাখলে পরকাল ঘিলু ছেটে খায়

অতএব এলোমেলো উঠে বসা যাক
দেশিমদের সাথে ছোলাভাজার পথ্য
                       মুখে তোলা যাক

তারপর চারজন ভ্রমণসঙ্গীর সাথে কিছুদূর গিয়ে
দুম করে লাফিয়ে পড়া যাবে

যেখানে থেকে একছুটে  
             রূপত হরিণের সাথে
ছুটোছুটি করা যাবে

মহাকালের সারাটা উঠানে

কাক
গৃহস্থের বাড়ির অ্যান্টানায় কাক
এসে
ডেকেই যাচ্ছে ক্রমাগত

কী মতলব তা
         বোঝাও যাচ্ছে না
অথচ সকাল থেকে  
ডেকেই যাচ্ছে শব্দনাম এক অবুঝ ভাষা
গৃহস্থ কি বুঝতে পারছে তার ভাষা?

কাক অ্যান্টানার উপর থেকে ক্রমাগত

গেয়েই যাচ্ছে
 স্বজনবিয়োগের গান


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা