মনোজ দে
সঙ্গীত মিডিয়াম
১.
স্কুলে যাইনি
ভাষাজ্ঞান স্পষ্ট নয়
শুধু তুমি রেওয়াজে বসলেই
বাকি পৃথিবী বধির মনে হয়
২.
যেন সে অঞ্জলি দেবে
ফুল নেই। স্তোত্র নেই
শুধু জানে
বিকেল পাঁচটায়
রেওয়াজ। নির্ঘণ্ট
৩.
পুরোহিত আসেন বাড়িতে
জাতিতে সদগোপ
বৈঠকখানা
পিতামহের হারমোনিয়াম
শুরু হয়
চোখ বন্ধ রাখি। আহ্লাদিত হই
ব্যর্থতা শুনি
৪.
স্বপ্ন। স্বীকার করেছি
সপ্তাহে একদিন দেখা
তীব্র ব্যর্থতায় স্নান করা
কোনো ছেলে
তোমায় প্রত্যহ
দুবেলা রেওয়াজ করতে বলত
মন্তব্যসমূহ