রঞ্জন আচার্যের দুটি কবিতা | আঙ্গিক
আতঙ্কের স্বরলিপি
ফোন বেজে উঠলেই—
মনে হচ্ছে কারও যেন প্রবল শ্বাসকষ্ট শুরু হলো
এখনই অক্সিজেন চায়
ডাক্তার চায়
বেড চায় একটা
কিন্তু কোথাও কিছু নেই!
ফোন বেজে উঠলেই—
মনে হচ্ছে আরও কোনো মৃত্যুসংবাদ এলো
আতঙ্কে বন্ধ করে দিচ্ছি ফোন—
মনে হচ্ছে বিপদে পড়ে কেউ বুঝি রিং করছে বারবার
ফোন অন করছি—
আর অদ্ভূত এক অস্বস্তি নিয়ে জেগে কাটাচ্ছি সারারাত...
সেলফি
এখন ঝড় সামলাচ্ছি
যদি বেঁচে যাই—
টাটকা গল্প শোনাবো নাতি নাতনিদের
তারা হয়তো অনুভবই করতে পারবে না ঝড়ের এই তীব্র অভিঘাত
বুঝতে পারবে না—
এক সাদা দাড়িওলা রাক্ষসের গ্রাসে পড়েছিলাম আমরা
আমরা তার নিষ্ঠুরতার সাথে লড়তে লড়তে কোনোভাবে বেঁচে গেছি
অনেকেই মরে গেছে
কান্নার রোল উঠেছে পাড়ায় পড়ায়
হাজারে হাজারে চিতা জ্বলেছে সারসার!
তাই তো হয়—
ঝড় থেমে গেলে আকাশ আবার নীল হয়ে ওঠে
সময় নীলকে ভালোবাসে
বাকি সব ইতিহাসে বন্দি হয়ে—
শ্বাসকষ্টে ভুগতে থাকে রাতের পর রাত!
মন্তব্যসমূহ