জ্যোতির্ময় মুখার্জি
জ্যোতির্ময় মুখার্জি'র তিনটি কবিতা
এবং মেয়েটি
এবং মেয়েটি
সুন্দরী
বাঁকা ছাদে বা পুকুর ঘাটে
আগুন সেঁকে দামাল ছেলের সারি
নতুন বউয়ের শাড়ি
কেবল কলম কোলাহল
এলোমেলো
নতুন বউয়ের শাড়ি
যেদিন নদী ঝর্না হবে
ঝর্না ক্রীতদাস
তুমুল আশ্লেষে জড়িয়ে নেবো
অবাধ্য মহাকাশ
আধঢোক আঁশটে ঘাম
কি সহজ
জী।বন
আদপে কিতকিত মন্থন
বন্দোবস্ত
টেবিলে।কাগজে।বিছানায়
এমনকি রোঁয়া ওঠা বুকে
(ছাতার নিচে তুমি রকেট ওড়াতেই পারো)
আধঢোক আঁশটে ঘাম
এবং নদী লিকুইড
সঙ্গম।ভেঙেচুরে
মিথ্যা নাগরদোলায়
টর্পেডো
অন্ ইয়োর্ মার্ক
রক্তক্ষরণ
তোমাকে:কাছে যেদিন
ঝড় কোরাস হলো এবং নদী লিকুইড
নিষেক ঘন্টা বাজালে
নিষিদ্ধ প্রবৃত্তিতে
দূরদর্শন
খবর পড়ছি……..
একটি সেদ্ধ মিউচ্যুয়াল ভাঙনের অপেক্ষায়
নিষেক ঘন্টা বাজালে
আপাতকালীন পংক্তি’টি
অন্ত্যেষ্টিক্রিয়ায় সফট্ মেলোডি
মন্তব্যসমূহ